শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সুনীতা বললেন, ‘গোবিন্দ শুধু আমার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ছড়াচ্ছিল। যদিও তারা প্রকাশ্যে কেউ কোনো কথা বলেননি। এবার একসঙ্গে মন্দিরে উপস্থিত হয়ে সেই সব খবর উড়িয়ে দিলেন এই দম্পতি। খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমের সামনে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাকে স্বামীর থেকে আলাদা করার ক্ষমতা কারও নেই। সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সুনীতা বলেন, 'সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখাক! আমার স্বামী শুধুই আমার। গোবিন্দ শুধু আমার।'

দাম্পত্য জীবনে ৩৭ বছরের পার করছেন গোবিন্দ-সুনীতা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, সুনীতা নাকি গত ডিসেম্বরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

তবে বুধবার (২৭শে আগস্ট) সুনীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আজ সবার গালে চড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকত, আমরা কি এভাবে একসঙ্গে প্রকাশ্যে আসতাম?'

গোবিন্দ-সুনীতার মেয়ে টিনা আহুজাও সম্প্রতি একই প্রতিক্রিয়া জানিয়েছেন। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনা স্পষ্টভাবে জানান-এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

টিনা বলেন, ‘মা-বাবাকে নিয়ে কয়েকদিন হল যা শুনছেন, সবই গুজব। আমি এসবের দিকে কোনো মনোযোগ দিই না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ, আমার একটি সুন্দর পরিবার আছে। মিডিয়া, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, উদ্বেগ আর সমর্থনের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

জে.এস/

বলিউড অভিনেতা গোবিন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন