ছবি: সংগৃহীত
ফেনীতে অতিরিক্ত দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (১লা ডিসেম্বর) দুপুরে শহরের ফেনী বড় বাজার, ইসলামপুর রোড ও তাকিয়া রোডের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় মূল্য তালিকা না থাকায় গোপাল পট্টির অংকিতা স্টোরের মালিক জীবন দাসকে ২ হাজার টাকা, মরিচ পট্টির মেসার্স ভবরঞ্জন পাল ট্রেডার্সের মালিক দয়াল পালকে ১ হাজার টাকা, ইসলামপুর রোডের মেসার্স সহাব উদ্দিনকে ৩ হাজার টাকা এবং অতিরিক্ত দামে আলু ও সবজি বিক্রি করায় ইলিয়াছকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
কাউছার মিয়া গণমাধ্যমকে বলেন, “অভিযানে মূল্য তালিকা হালনাগাদ রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন