শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসপিআরের নতুন পরিচালক লে. কর্নেল সামি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল সামি বর্তমান আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৩ জুন বর্তমান আইএসপিআর পরিচালক আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সংস্থাটির পরিচালক হন।

কেবি/ আই.কে.জে

আইএসপিআর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন