ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুমোদনহীন বিদেশি অ্যাপস নন-ফাঞ্জিবল টোকেন এনএফটি'র স্থানীয় অফিস গড়ে অর্থ পাচার, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাপটির প্রতিনিধিসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (৯ই নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছে দেবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৮ই নভেম্বর) রাতে জেলার দেবীগঞ্জ পৌরসভার ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নীলফামারীর ডোমার থানার খাটুরিয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে কাবুল ইসলাম (৩০), টাঙ্গাইলের সখীপুর থানার মুচারীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে আবু সাঈদ মিয়া (৪৭) ও নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুর পুর্বপাড়া গ্রামের শহিদুল ইমলামের ছেলে আরিফুল ইসলাম (৩০)।
জানা যায়, যৌথবাহিনীর অভিযানে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে বিভিন্ন উপায়ে আউটসোর্সিং এর নামে এনএফটি'র প্রচারণা চালিয়ে আসছিল কাবুল। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার প্রায় কয়েকশতাধিক গ্রাহক তৈরি করে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার ফার্মগেট এলাকায় বাজারে অফিস উদ্বোধন করে কাবুল। অনুমোদনহীন অ্যাপসের প্রতিষ্ঠান গড়ে ওঠার গোপন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষের সাথে প্রতারণা ঠেকাতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সেনাবাহিনী থানা পুলিশকে নিয়ে রাতে অভিযান পরিচালনা করে। এসময় অফিস থেকে স্থানীয় প্রতিনিধি কাবুল সহ তিনজনকে আটক করে পুলিশে সোর্পদ্দ করে।
ওআ/কেবি