শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত

ট্রাম্প যেন রাশিয়ার দিকে ঝুঁকে না পড়েন, সেই চেষ্টায় ইউরোপীয় নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে কিছু বিষয়ে ছাড় দিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছিলেন বলে মনে হচ্ছিল। এই অবস্থান থেকে তাকে সরিয়ে আনতে ওয়াশিংটনে ছুটে যান ইউরোপীয় ও ন্যাটো জোটের দেশগুলোর নেতারা। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মিলে তারা অভিন্ন অবস্থান তুলে ধরেন। খবর ওয়াশিংটন পোস্টের।

এই নেতারা হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

সোমবার (১৮ই আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের এসব নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক এক অসাধারণ কূটনৈতিক প্রচেষ্টার অংশ ছিল, যা এক প্রজন্মের জন্য ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে, তা ঠিক করে দিতে পারে। ইউরোপীয় নেতারা আশঙ্কা করছিলেন, দ্রুতগতিতে এগিয়ে চলা শান্তি প্রচেষ্টায় পুতিন সুবিধাজনক অবস্থায় থাকছেন।

সেই জায়গা থেকে আলোচনায় যুক্ত হতে তারা হোয়াইট হাউসে যান। সোমবারের এই নাটকীয় দৃশ্য দেখে ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, হোয়াইট হাউস এর আগে কখনো এতজন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের এমন সমাবেশ দেখেনি।

তবে ঘণ্টার পর ঘণ্টা বৈঠকের পরেও ট্রাম্প এবং এই নেতাদের মধ্যে মতপার্থক্য রয়ে যায়। বৈঠকের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। এরপর দফায় দফায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করার ক্ষেত্রে অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।

বৈঠকে রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ড দেওয়ার বিষয়ে আলোচনার বিস্তারিত জানা যায়নি। তবে এ বিষয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, রাশিয়াকে ইউক্রেনের দনবাস (দোনেৎস্ক ও লুহানস্ক) ছেড়ে দেওয়াটা হবে আমেরিকার ফ্লোরিডা ছেড়ে দেওয়ার মতো।

বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ট্রাম্প ইতিবাচক মনোভাব দেখানোয় বিষয়টি নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা উৎসাহী হয়ে ওঠেন। এই নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি ট্রাম্পের শান্তিচুক্তির পথে ক্রেমলিনকে বাধা হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে। এটাই ইউক্রেনকে ভূখণ্ড ছাড় অথবা ট্রাম্পের রোষে পড়া—এ দুইয়ের মধ্য থেকে কোনো একটি বেছে নেওয়ার পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিতে পারে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ভলোদিমির জেলেনস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250