শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

'অসন্তুষ্ট' বিএনপি কী বার্তা পেল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে 'অসন্তুষ্ট' বিএনপি চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন চায়। আজ বুধবার (১৬ই এপ্রিল) প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথাই আবারও জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে লিখিত বক্তব্যে দলটি নির্বাচনী রোডম্যাপ (পথনকশা) ঘোষণার কথা তুলে ধরে।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির পূর্বনির্ধারিত এ বৈঠকের দিকে নজর ছিল জনগণের। সরকারপ্রধানের সঙ্গে পূর্বনির্ধারিত এ বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হয়। আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচনের রোডম্যাপ। তবে বৈঠক শেষে দুইপক্ষ থেকে এসেছে দুই রকম প্রতিক্রিয়া। সরকারের আইন উপদেষ্টা বৈঠক করে বিএনপির 'সন্তুষ্টির' কথা বললেও দলটির মহাসচিব জানিয়েছেন 'অসন্তুষ্টির' কথা। বিএনপির মহাসচিব বলেছেন 'অসন্তুষ্ট', সরকারের কাছে মনে হয়েছে দলটি 'সন্তুষ্ট'।

বিএনপি বৈঠকে বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়; সরকার বলছে, নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে সামনের বছরের জুনের মধ্যেই হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে বিএনপির আশঙ্কা; সরকার বলছে- এমন আশঙ্কার কোনো কারণ নেই। বিএনপি বলেছে, শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে; আইন উপদেষ্টা বলেছেন, মোটেই বিলম্ব হচ্ছে না।

সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে 'দেশে বিদ্যমান পরিস্থিতি' নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে ‘দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত করণীয় কিছু বিষয়ে মতামত ও পরামর্শ’ শিরোনামের এ চিঠি তুলে দেন তিনি।

বৈঠকে বিএনপিকে বলা হয়েছে, নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না। ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে, জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতে—বিএনপিকে এটি বোঝানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবার বিএনপির বৈঠকটি হয়েছে দলটির আগ্রহে। কয়েক উপদেষ্টার সাম্প্রতিক বিভিন্ন ধরনের বক্তব্যে দলটির মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় তৈরি হলে তা দূর করতে এবং এ বিষয়ে স্পষ্ট মনোভাব জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছিল বিএনপি। সে অনুযায়ী বিএনপিকে বুধবার দুপুরে সময় দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার দুপুর ১২টার মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। দুপুর সোয়া ১২টার দিকে শুরু হয় বৈঠক। শেষ হয় বেলা ২টার দিকে। বৈঠক শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট করে নির্বাচনের দিন-তারিখ আমাদের দেননি। তিনি বলেছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা তার (প্রধান উপদেষ্টা) বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি হবে, সেটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।’

নির্বাচন বিলম্বিত হলে বিএনপি কী করবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের মধ্যে আলোচনা করে এবং অন্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সূত্র বলছে, বৈঠকে নির্বাচনী রোডম্যাপ, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে ছিলেন।

গত ১০ই ফেব্রুয়ারি মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিল। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধিদলকে বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে তার সব কার্যক্রম চলছে।

অন্যদিকে ঢাকার গুলশানে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বুধবার বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিবের অসন্তুষ্টির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, তারা সেটাই রিপিট করেছেন। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। কারণ, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে, সেসব বিষয়ে সংস্কার করা হবে। এ ছাড়া জুলাই অভ্যুত্থানের যে সনদ, তাতে সই করা কোনো সময়ের ব্যাপার নয়। সুতরাং, নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ নেই।'

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা বিএনপিকে ক্যাটাগরিক্যালি বলেছি, নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। যে যা-ই বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার।’

বিএনপির সঙ্গে বৈঠকে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, 'ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে ইচ্ছা করে দেরি করে বা জুনে নির্বাচন করা হবে, সেটা নয়। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করার চেষ্টা থাকবে। ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে, জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতেই নির্বাচন হবে বলে বিএনপিকে বৈঠকে বোঝানো হয়েছে।'

রোডম্যাপ ঘোষণা না করা হলে বিএনপি আন্দোলনে যাবে, এ বিষয়ে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে আসিফ নজরুল বলেন, 'আগে আন্দোলনের ঘোষণা আসুক।'

এইচ.এস/


বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন