বাধ্য হয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শহর কর্তৃপক্ষ। ছবি: বিবিসি
বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এখন ইঁদুরবাহিত রোগের সংক্রমণে বিপর্যস্ত। এ অবস্থায় শহরটির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিলজাকা নদীতে দল বেঁধে ইঁদুরের সাঁতার কাটার ভিডিও এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করছেন। শিশুদের খেলার মাঠসহ অনেক এলাকায় মৃত প্রাণী পড়ে থাকার অভিযোগও রয়েছে। খবর বিবিসির।
আজ বৃহস্পতিবার (২৯শে মে) বিবিসি জানিয়েছে, সারায়েভো শহরে ইঁদুরের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে লেপ্টোসপাইরোসিস বা ‘ইঁদুর জ্বর’ নামে পরিচিত একটি বিপজ্জনক রোগ। দেশটির বৃহত্তম হাসপাতাল মাত্র একদিনে ইঁদুর জ্বরে আক্রান্ত এক ডজন রোগী শনাক্ত করেছে—যা বিশেষজ্ঞদেরকে গভীর উদ্বেগে ফেলেছে।
রোগটি সাধারণত ইঁদুরের মূত্র বা বিষ্ঠা দ্বারা দূষিত পানি কিংবা মাটি থেকে মানুষের শরীরে প্রবেশ করে। এর উপসর্গের মধ্যে মাথাব্যথা, পেশির যন্ত্রণা, ফুসফুসে রক্তক্ষরণ, জন্ডিস ও কিডনি বিকল হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
সারায়েভোর কর্তৃপক্ষ ইতিমধ্যে এ পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেছে। শুরু হয়েছে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জীবাণুনাশক নিয়ে মাঠে নেমেছেন অতিরিক্ত পৌরকর্মীরা।
শহরের সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা খেলার মাঠ পরিষ্কার করে, ঘাস কাটে এবং বেজমেন্টে ইঁদুর আছে কী না, তা পরীক্ষা করে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন