ছবি: সংগৃহীত
বলিউডের পরিচালক ফারুক কবীর। তার যাত্রার শুরু হয়েছিল ২০০০ সাল মুক্তি পাওয়া ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমা দিয়ে। এতে অভিনয় করেন শাহরুখ খান ও জুহি চাওলা। তখন কবীর ছিলেন সহকারী পরিচালক। সম্প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ খানের অক্লান্ত পরিশ্রমের কিছু অজানা গল্প শেয়ার করেছেন এই নির্মাতা। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
দ্য লালনতপকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক কবীর বলেন, ‘যিনি শাহরুখের সঙ্গে কাজ করেন, প্রথমে লজ্জা পান। কারণ, শাহরুখ এত বেশি পরিশ্রম করে, অন্যদের তুলনায় কম মনে হয়। তিনি সেটে একবার এলে পুরোপুরি উপস্থিত থাকেন। মনোযোগ হারান না। সহ-অভিনেতা বা পরিচালক- সবার সঙ্গেই মিশে যান। এমনকি যদি কোনো জুনিয়র শিল্পী ব্যাকগ্রাউন্ডে ভুলও করে, তিনি ভালোবাসা দিয়ে নিজে গিয়ে ঠিক করে দেন। কাউকে ধমক দেন না, রাগ দেখান না।’
তিনি আরও বলেন, ‘এত বড় তারকা হয়েও শাহরুখের মধ্যে যে বিনয়, সেটাই সবচেয়ে বড় শিক্ষা।’
এরপর কবীর বলেন, “জনপ্রিয় গান ‘আই অ্যাম দ্য বেস্ট’–এর শুটিং চলাকালে দুপুরের খাবারের বিরতি বলছিল। খাবার খেয়ে অনুশীলনের জন্য আগেভাগেই সেটে চলে আসেন শাহরুখ। সেখানে একটি শটের জন্য হাঁটু গেড়ে স্লাইড করতে হতো তাকে। কিন্তু ফ্লোর মসৃণ না থাকায় তা সম্ভব হচ্ছিল না। তখন শাহরুখ প্রোডাকশন বিভাগ থেকে একটি বালতি ও মগ নেন। সিগারেট খেতে খেতে তিনি এসে নিজেই মেঝে মোছা শুরু করেন। তখন সেটে মাত্র তিন-চারজন উপস্থিত ছিলেন। বাকিরা খাবার খাচ্ছিলেন বা ঘুমাচ্ছিলেন। তখন আমি ছুটে গিয়ে আরেকটি মগ হাতে নিয়ে শাহরুখের সঙ্গে মেঝে মোছা শুরু করি।’
তিনি বলেন, ‘কলাকুশরীদের জন্য অপেক্ষা না করে নিজেই অনুশীলন শুরু করে দেন। যখন অন্যরা ফিরে আসে, তখন শাহরুখ প্রস্তুত ছিল শটের জন্য।’
‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছিল শাহরুখের প্রযোজক হিসেবে অভিষেক। এটি নির্মিত হয়েছিল তার ও জুহি চাওলার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ড্রিমজ আনলিমিটেড–এর ব্যানারে। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে সংস্থাটি পরবর্তীতে ‘অশোকা’ (২০০১) এবং ‘চালতে চালতে’ (২০০৩) প্রযোজনা করে।
জে.এস/
খবরটি শেয়ার করুন