রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হয় ১৯৮১ সালের ২রা এপ্রিল। লোকসানের কারণে ২০১৫ সালে বন্ধ হয়ে যায় ফ্লাইটটি। দীর্ঘ ৯ বছর পর আবারও ইতালির রোমে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ। এতে করে এটি হতে যাচ্ছে বিমানের ২৩তম রুট।
মঙ্গলবার (২৬শে মার্চ) রাত সাড়ে ৩টায় ঢাকা-রোম-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ারলাইন্সটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে আজ মধ্যরাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করবে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭শে মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭শে মার্চ সকাল সোয়া ১০টায় যাত্রা করবে।
বিমান বাংলাদেশের এই কর্মকর্তা জানান, ২৬শে মার্চের প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৩ জন এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রা করবেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে ৭ জন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন (ফুল বুকড) যাত্রা করবেন।
১৫ই ফেব্রুয়ারি থেকে সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একসঙ্গে বিক্রয়ের জন্য ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করে বলে জানায় বিমান বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে অংশীদারিত্বে আমেরিকা গর্বিত : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারছেন।
নতুন রুট উপলক্ষ্যে টিকিটে ১৫-২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বিমান।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে।
এসকে/
খবরটি শেয়ার করুন