শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

ভারতীয় মা-ছেলের ঘাতককে ধরিয়ে দিতে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ভারতীয় মা–ছেলেকে হত্যার ঘটনায় নাজির হামিদ (৩৮) নামের আরেক ভারতীয়র সন্ধান চেয়ে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই নিজেদের অফিশিয়াল মোস্ট ওয়ান্টেড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে। বুধবার (৩রা ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দু এ খবর জানিয়েছে।

হামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৩শে মার্চ নিউ জার্সি অঙ্গরাজ্যের মেপল শেডে একটি অ্যাপার্টমেন্টে ভারতের তেলেগু বংশোদ্ভূত সশীকলা নাররা (৩৮) ও তার ছয় বছরের ছেলে অনীশ নাররাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মা–ছেলেকে হত্যার ছয় মাস পর হামিদ ভারতে ফিরে যান এবং এখনো দেশটিতে রয়েছেন। তাকে প্রত্যর্পণে ভারত সরকারের কাছে জোরালো আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এই প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার কাজে সহযোগিতার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে চিঠি লিখেছেন বলে জানান নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ফিল মার্ফি।

নিউইয়র্ক পোস্ট, সিবিএস নিউজসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামিদ একই অ্যাপার্টমেন্ট থাকতেন এবং সশীকলার স্বামী হনুমন্ত নাররার সহকর্মী ছিলেন। তদন্তে বেরিয়ে এসেছে, তিনি হনুমন্তকে দীর্ঘদিন ধরে গোপনে অনুসরণ করতেন।

তদন্তে হামিদের সম্পৃক্ততা উঠে এলে চলতি বছর ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে হত্যা এবং বেআইনিভাবে অস্ত্র রাখার একাধিক অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে নিউ জার্সির আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

নিউ জার্সির বার্লিংটন কাউন্টির প্রসিকিউটর ল্যাচিয়া ব্র্যাডশ বলেন, ‘কোনো দেশের সীমান্ত বা বিলম্ব ন্যায়বিচারের পথে বাধা হতে পারে না।’ হামিদকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই এখন প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

জে.এস/

পুরস্কার ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250