ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা জানান, ট্রাম্পের ঘোষণায় তিনি বিস্মিত হয়েছেন। বিশেষ করে, যেভাবে সেটি জানানো হয়েছে।
ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা এক চিঠিতে জানান, আগামী ১লা আগস্ট থেকে ব্রাজিলের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। সেই চিঠিতে তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলমান মামলাকে ‘উইচ হান্ট’ বলে মন্তব্য করেন এবং তা বন্ধের আহ্বান জানান।
এ বিষয়ে লুলা বলেন, ‘আমি যখন চিঠিটি পড়ি, মনে হয়েছিল, এটি ভুয়া খবর। এটা কোনো কূটনৈতিক রীতিনীতি মেনে হয়নি, বরং দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্কের সব ধরনের প্রটোকল ভেঙে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা চাই না প্রেসিডেন্ট ট্রাম্প ভুলে যাবেন যে, তিনি আমেরিকার প্রেসিডেন্ট—তিনি পৃথিবীর বাদশাহ নন।’
লুলা আরও বলেন, ‘ব্রাজিল তার জনগণের স্বার্থরক্ষায় নিজের মতো করেই জবাব দেবে। আমরা ইতিমধ্যে সম্ভাব্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পাল্টাব্যবস্থা নেওয়া হলে শুল্কের হার আরও বাড়ানো হতে পারে।
তবে লুলা আলোচনার দরজাও খোলা রেখেছেন। তিনি বলেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিকভাবে আমেরিকা ও ব্রাজিলের মধ্যে চলমান আলোচনাকে গুরুত্ব দেন, তবে আমি আলোচনায় বসতে প্রস্তুত।’
জে.এস/
খবরটি শেয়ার করুন