ফাইল ছবি (সংগৃহীত)
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ১৪ই মার্চ থেকে। রোববার (১৬ই মার্চ) তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়।
রোববার (১৬ই মার্চ) যারা টিকিট কিনবেন, তারা আগামী ২৬শে মার্চ ভ্রমণ করতে পারবেন। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে।
যাত্রীদের সুবিধার্থে অঞ্চলভিত্তিক টিকিট বিক্রির সময় বিভাজন করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
গত ৯ই মার্চ রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬শে মার্চের টিকিট ১৬ই মার্চ, ২৭শে মার্চের টিকিট ১৭ই মার্চ, ২৮শে মার্চের টিকিট ১৮ই মার্চ, ২৯শে মার্চের টিকিট ১৯শে মার্চ এবং ৩০শে মার্চের টিকিট ২০শে মার্চ পাওয়া যাবে।
এ ছাড়া চাঁদ দেখার ওপর ৩১শে মার্চ এবং ১লা ও ২রা এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এ ছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।
ওআ/এইচ.এস