শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪

বিদেশি কূটনীতিকেরা বুঝিয়ে গেলেন, বিএনপিই আসছে ক্ষমতায়: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিদেশি কূটনীতিকেরা বুঝিয়ে গেলেন, বিএনপিই আসছে ক্ষমতায় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অনেক রাজনৈতিক দল আছে। সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা তারা (বিদেশি) দেখালেন, তার মানে তারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে? এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না।  

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, আগামী মাসের ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচন। সে হিসাবে আমরা একটা নতুন সরকার পাব। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গুমট একটা শাসন, তার অবসান ঘটবে। আমরা এমন একটা সরকার পাব, যার কাছে আমরা জবাবদিহির কথা বলতে পারব।

তিনি বলেন, কোনো কিছু খারাপ করলে আমরা তাকে (নির্বাচিত সরকার) প্রশ্ন করতে পারব। যেটা এই সরকারের কাছে পারতাম না। তাদের কোনো জবাবদিহি ছিল না।

সাংবাদিক মাসুদ কামাল বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থা একটা হিসাব দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে যত লোকের বিচারবহির্ভূত মৃত্যু হতো অথবা হয়েছিল অথবা মবের মাধ্যমে যত লোক মারা গিয়েছিল, তার চেয়ে অনেক বেশি লোক এই ২০২৫ সালে মারা গেছে—শান্তিতে নোবেল পাওয়া ড. মুহাম্মদ ইউনূসের (প্রধান উপদেষ্টা) আমলে। এক ভয়ঙ্কর দৃশ্য।  

তিনি বলেন, খালেদা জিয়ার (সাবেক প্রধানমন্ত্রী) শেষ যাত্রায় যারা এসেছিলেন, তারা আশপাশের দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের লোকজন এবং খুবই পাওয়ারফুল লোক। তারা এসেছিলেন কেন? খালেদা জিয়া তো দেশের প্রধানমন্ত্রী নন এখন। তার দলও রাষ্ট্রক্ষমতায় নেই। তারা সরকারেরও অংশ নয়। তাহলে কেন এত লোক এখানে এলেন?  

মাসুদ কামাল বলেন, ভারতের আমাদের প্রতি যে মনোভাব, যে আচরণ সে আচরণকে আমরা কখনোই ভালো বলতে পারি না। আমরা মনে করি, এক ধরনের বৈরী আচরণ তারা করছে। ঠিক সেই সময়ে এস জয়শঙ্কর ভারতের বিমানবাহিনীর একটা বিমান নিয়ে অল্প সময়ের জন্য হলেও ঢাকায় এসে শোক প্রকাশ করলেন। ভারত সরকারের শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দিলেন। তিনি চলে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইলেন না অথবা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন না।

মাসুদ কামাল আরো বলেন, ভারত আগেও বারবার বলেছে যে, আমরা অবশ্যই একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। মানে ড. ইউনূসের সরকারকে তারা শুরু থেকেই মেনে নিতে পারছিল না। মেনে না নেওয়ার তাদের যে সিদ্ধান্তটা তারা সেখান থেকে সরেওনি। তারা বলছে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করব। এখন নির্বাচনের আগে নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলো রাজনৈতিক দল আছে। সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা তারা দেখালেন তার মানে তারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে? এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না।

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250