শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা : ১ মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু- ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ই অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০শে জুলাই রাজধানীর বাড্ডায় একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। মর্মান্তিক এ ঘটনায় কেঁদে ওঠে সারা দেশ। পরে নিহতের ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ১০ই সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তৎকালীন ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেন। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক দুই জনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

এসি/ আই.কে.জে/

রেনু হত্যা মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন