শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী

পায়ে ফোস্কা পড়েছে? জেনে নিন সারানোর ঘরোয়া টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক সময় নতুন জুতা পরার পর পায়ে ফোস্কা পড়ে। এটি বেশ যন্ত্রণাদায়ক। তখন ব্যথায় জুতা পরা যায় না আবার সারিয়ে তুলতেও বেশ সময় লাগে। তবে ঘরোয়া কিছু উপায় বেছে নিলে পায়ের ফোস্কা সারানো সহজ হয়। এতে ক্ষতিকর কোনো প্রভাবও থাকে না। চলুন তবে জেনে নেওয়া যাক, পায়ে ফোস্কা পড়লে তা সারানোর ঘরোয়া উপায়-

১. নারিকেল তেল ব্যবহার

আপনার পায়ে যদি কোনো কারণে ফোস্কা পড়ে থাকে তাহলে তাকে নারিকেল তেল ব্যবহার করলে উপকার পাবেন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই তেল  ক্ষত নিরাময়ে ভীষণ কার্যকরী। সামান্য কর্পূরের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে নিন। এরপর তা লাগিয়ে নিন ক্ষতস্থানে। এতে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দ্রুতই।

২. মধু ব্যবহার

ফোস্কার সমস্যা সারাতে আরেকটি কার্যকরী উপাদান হলো মধু। মধু হলো অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ। যে কারণে এটি হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে পায়ে ম্যাসাজ করতে পারেন। এতে উপকার পাবেন। সমস্যা দূর হতে সময় লাগবে না।

আরো পড়ুন : আমলকি বেশি খেলে কী হয়, যা বলছেন বিশেষজ্ঞরা

৩. হলুদ ব্যবহার

হলুদ কেবল রান্নায়ই নয়, ব্যবহার করতে পারেন ছোটখাটো ঘরোয়া চিকিৎসায়ও। এই যেমন পায়ে ফোস্কা পড়লে তা সারানোর জন্য রয়েছে হলুদ। এটি কিন্তু অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য সমৃদ্ধ। যে কারণে প্রদাহ থেকে সহজেই মুক্তি পাবেন। এটি ক্ষত সারিয়ে তুলবে।

৪. অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার

অনেক সময় ক্ষতর পরিমাণ বেশি হতে পারে। এক্ষেত্রে অবহেলা করা ঠিক হবে না। কারণ ছোট সমস্যা থেকেই দেখা দিতে পারে বড় কোনো সমস্যা। তাই আগেভাগে সতর্ক হওয়াই ভালো। এক্ষেত্রে চিকিৎসকের দ্বারস্থ হতে পারেন। তার পরামর্শমতো অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন আপনার ক্ষতস্থানে।

৫. তুলা ব্যবহার

এটি আপনার নতুন জুতার ভেতরে রাখতে পারেন। তাতে পায়ের সঙ্গে ঘষা লাগবে না। ফলে পায়ে ফোস্কা পড়ার ভয় কম থাকবে। আর যদি ফোস্কা পড়েও যায়, তারপরও জুতায় তুলা ব্যবহার করলে আরাম পাবেন। তাই এদিকে খেয়াল রাখুন।

এস/এসি

টিপস পায়ে ফোস্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250