রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

ট্রাম্পের কণ্ঠে উল্টো সুর, ৬ লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজের আগের নীতি থেকে সরে এসে কেন ছয় লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দিচ্ছেন, সেই ব্যাখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ শিবিরের সমর্থকেরা তার এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। খবর বিবিসির।

গত রোববার (৩১শে আগস্ট) আমেরিকার সংবাদমাধ্যম ডেইলি কলারকে ট্রাম্প বলেন, ভিসা বাতিল করা ‘অপমানজনক’ হবে। তার এই সিদ্ধান্তে আমেরিকার ছোট ছোট বিশ্ববিদ্যালয়গুলো লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা দেওয়া নিয়ে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থানে ছিল। কিন্তু সেই অবস্থান থেকে ঘুরে এখন চীনা শিক্ষার্থীদের ভিসা দেওয়ার এ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করা নিয়েও আমেরিকার আলোচনা চলছে।

ট্রাম্প তার অবস্থানের পক্ষে সাফাই দিতে গিয়ে বলেছেন, চীনা শিক্ষার্থীরা আমেরিকার অর্থনীতির জন্য অর্থ নিয়ে আসবেন। এ ছাড়া তাদের ভিসা দেওয়া না হলে দুই দেশের মধ্যে সম্পর্ক দুর্বল হয়ে পড়বে।

ট্রাম্পের রিপাবলিকান দলের কিছু ‘মাগা’ সমর্থক তার ভিসাসংক্রান্ত এ সিদ্ধান্ত নিয়ে রাগ ও সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্প সমর্থক ফক্স নিউজের উপস্থাপক লরা লুমার বলেন, ‘এটা বুঝে ওঠা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।’

লরা লুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরও লেখেন, ‘কেউ না, আমি আবারও বলছি, কেউই চায় না আমেরিকায় আরও ছয় লাখের বেশি চীনা শিক্ষার্থীর নামে কমিউনিস্ট গুপ্তচর উপস্থিত হোক।’

দক্ষিণপন্থী সংবাদমাধ্যম ডেইলি কলারকে ট্রাম্প আরও বলেন, ‘(চীনা) প্রেসিডেন্ট সি এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমার মনে হয়, যখন আপনি কোনো দেশকে এটা বলেন যে আমরা আপনার শিক্ষার্থীদের নেব না, সেটা তাদের জন্য খুবই অপমানজনক।’

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250