ছবি: সংগৃহীত
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ। ঢাকার ৩০০ ফুট এলাকায় শাকিব খানের নতুন সিনেমা সোলজার-এর শুটিং চলছে। এরই মধ্যে তৌকীর আহমেদ প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন। এ ছাড়া এই চলচ্চিত্রে অংশ নিয়েছেন তারিক আনাম খান।
এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণে চরিত্রে দেখা যাবে তৌকীরকে। আরো পরিষ্কার করে বললে বলা যায়, তৌকীরকে অন্যতম নেতিবাচক চরিত্রে দেখা যাবে, যে চরিত্রে ইতিপূর্বে তাকে দেখা যায়নি। এ ছাড়া অভিনেতা নিজেও সোলজার চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করছেন।
‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ। পরিচালনা করেছেন অনেক নাটকও।
বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে তার রচনা ও পরিচালনায় ‘ধূসর প্রজাপতি' নামের একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচারিত হচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন