সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

সমালোচকদের ফুটবল-জ্ঞান নেই, দাবি টেন হাগের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রথম মৌসুমটা ওল্ড ট্রাফোর্ডে খারাপ কাটেনি তার। তিনে থেকে ম্যানচেস্টার প্রিমিয়ার লিগ শেষ করেছিল গতবার। তাতে নিশ্চিত হয়েছিল চ্যাম্পিয়নস লিগে খেলা। খেলেছিল এফএ কাপের ফাইনালেও।

কিন্তু এবার সমর্থকদের খুবই হতাশ করেছে ইউনাইটেড। লিগে ৩৫ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট ৫৪, অবস্থান অষ্টম। আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টেই হয়তো খেলা হবে না রেড ডেভিলদের। একের পর এক তাই সমালোচনার তীর ছুটে আসছে টেন হাগের দিকে। মৌসুম শেষে তাকে ছাঁটাইয়ের দাবিও তুলছেন সমর্থকদের অনেকে।

মৌসুমের ৩৬তম ম্যাচটা আজ ইউনাইটেড খেলবে শিরোপাপ্রত্যাশী আর্সেনালের বিপক্ষে। ম্যাচটা আর্সেনালের জন্য মহাগুরুত্বপূর্ণ তো বটেই, ইউনাইটেডের জন্যও কম গুরুত্বপূর্ণ নয়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা শেষ হয়ে গেলেও ইউরোপা বা কনফারেন্স লিগে খেলতে হলে এই ম্যাচে জেতা ছাড়া খুব একটা বিকল্প নেই ইউনাইটেডের।

ঘরের মাঠে এই ম্যাচ সামনে রেখেই সমালোচকদের একহাত নিয়েছেন ইউনাইটেড কোচ। তার দাবি, বাজে সময়েও ইউনাইটেড সমর্থকেরা তার পাশেই আছেন। তবে সমালোচক যারা, তারা আসলেই ফুটবলই বোঝেন না।

আরো পড়ুন : সান্ত্বনার জয়ে হোয়াইটয়াশ এড়ালো জিম্বাবুয়ে

ক্রিস্টাল প্যালেসের কাছে গত সপ্তাহে ৪-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও সমর্থকদের পাশে পেয়েছেন দাবি করে টেন হাগ বলেন, ‘আমার মনে হয়, সমর্থকদের ধৈর্য আছে, এটা আপনারা গত সোমবারই (প্যালেসের বিপক্ষে) দেখেছেন। কিন্তু আমি যখন কিছু (সমালোচকের) মন্তব্য দেখি, তাদের ধৈর্য নেই। হয় তাদের কোনো ফুটবল–জ্ঞান নেই, অথবা কীভাবে একটা ফুটবল দল চালাতে হয়, সেই জ্ঞান নেই। এটা সম্ভব, ওরা শুধু সমালোচনার জন্যই বসে থাকে।’

সমালোচক বলতে টেন হাগ কাদের বুঝিয়েছেন, সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে প্যালেসের কাছে গত সপ্তাহে হারের পর টেন হাগের কড়া সমালোচনা করেছিলেন ইউনাইটেডেরই সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল এবং লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার। স্কাই স্পোর্টসে ম্যাচ নিয়ে আলোচনায় দুজনেই প্রশ্ন তুলেছিলেন, আগামী মৌসুমে ইউনাইটেডের কোচের দায়িত্বে টেন হাগকে রাখা উচিত কি না!

টেন হাগ নিজে অবশ্য মনে করেন, তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউনাইটেডের পরিচালনা পর্ষদ ‘কমন সেন্স’ কাজে লাগাবে।

এস/ আই.কে.জে/ 



ফুটবল টুর্নামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250