রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা *** নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি *** ‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের *** ঐক্য গড়তে রাজবন্দীদের মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট *** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ

চিকিৎসকরা মৃত ঘোষণার পর শ্মশানে জেগে উঠলো মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগমুহূর্তে জীবিত হয়ে ওঠলো মরদেহ। ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলা এমন এক বিস্ময়কর ঘটনার স্বাক্ষী হলো।

বৃহস্পতিবার (২১শে নভেম্বর) রাজস্থানের ঝুনঝুনু জেলার বিডিকে হাসপাতালে ২৫ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী যুবক রোহিতাশকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। এরপর তার মরদেহ মর্গ থেকে চিতায় নিয়ে যাওয়া হয়েছিল।

শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগমুহূর্তে হঠাৎ তার শ্বাসপ্রশ্বাস শুরু হয়। পরে দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার আবার চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হলেও শুক্রবার (২২শে নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় সংশ্লিষ্ট তিন চিকিৎসককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ঝুনঝুনু জেলার বাগাদে মা সেবা সংস্থানের আশ্রয় কেন্দ্রেই থাকতেন রোহিতাশ। বৃহস্পতিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ভগবান দাস খেতান (বিডিকে) হাসপাতালে জরুরি বিভাগের ভর্তি করা হয়, যা জেলা সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তার দেহ মর্গে পাঠিয়ে দেন, যেখানে দুই ঘণ্টা তাকে একটি ডিপ ফ্রিজে রাখা হয়।

ওইদিন সন্ধ্যা ৫টায়, শ্মশানে যখন তার দেহাগ্নির প্রস্তুতি চলছিল সেখানে উপস্থিত সবাই রোহিতাশের দেহে নড়াচড়া দেখতে পায়। তারা বুঝতে পারেন তিনি জীবিত। পরে তাকে দ্রুত বিডিকে হাসপাতালে ফেরত পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এসএমএস হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা সত্ত্বেও, ১২ ঘণ্টা পর রোহিতাশ মারা যান।

ওআ/কেবি

মরদেহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন