বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-মুশফিক-লিটন-মিরাজদের শোক

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার প্রয়াণে জাতীয় দলের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি দল গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তায় লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তার পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।

দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক জানানোর ছবি পোস্ট করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, ‘তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের পক্ষ থেকেও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে লেখা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই! সারাদেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

সিলেট টাইটানসের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে করা পোস্টে লেখা হয়, ‘সিলেট টাইটানস পরিবার জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা আমাদের দেশের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্বকে হারানোর শোক প্রকাশ করছি—একজন নেতা, যার সাহস এবং নিবেদন লাখ লাখ মানুষের ভাগ্য গড়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি তার অটল প্রতিশ্রুতি চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

রাজশাহী ওয়ারিয়র্সের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘একজন নেতা, যিনি সবচেয়ে ভয়ংকর ঝড়ের মুখেও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন; তার সহিষ্ণুতা এবং কর্তব্য কখনো ভুলে যাওয়ার নয়। রাজশাহী ওয়ারিয়র্স পরিবার খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। চিরশান্তিতে বিশ্রাম করুন।’

জে.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250