বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের *** শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম *** হাদি-মুছাব্বির-সাম্য হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল *** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

টাকা বাঁচাতে লাঞ্চ করতেন না, সেই নায়িকা এখন...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওটিটির কারণে কয়েক বছর ধরে আলোচনায় অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি। সম্প্রতি ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–এর কারণে আবার চর্চায় এই তরুণ অভিনেত্রী। তবে এই অবস্থান তৈরি করতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ সংগ্রামের পথ। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের গল্প বলেছেন শ্রেয়া।

ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখলেও তেমন নজরে আসেননি শ্রেয়া। ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘোরাতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে অ্যামাজন প্রাইম শোর ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে গোয়েন্দা অফিসারের ভূমিকায় অভিনয় করে এসেছিলেন আলোচনায়।

‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’তে সাংবাদিকের চরিত্রে দেখিয়েছেন তাঁর অভিনয়দক্ষতা। এরপর ধীরে ধীরে সফলতার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন শ্রেয়া। আর বালকির ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ ছবিতে তার অভিনয় বেশ সাড়া ফেলে। তাকে দেখা গেছে নেটফ্লিক্সের ‘গানস অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজেও।

ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া তার শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন। পরিবার ছেড়ে একা একা বেকার হয়ে মুম্বাই শহরে থাকার যে কী কষ্ট, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এই অভিনেত্রী।

শ্রেয়া স্মৃতিচারণায় বলেছেন, ‘১০ বছর আগে আমি এই শহরে এসেছিলাম। আর তখন থেকে নিজেকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করে যাচ্ছি। প্রতিদিন অডিশন দিতাম আর প্রত্যাখ্যাত হতাম। আমার চোখের জল মোছার মতো পাশে কেউ ছিল না। নীরবে কাঁদতাম, নিজের চোখের জল মুছতাম। এমন হয়েছে যে নিজেকে নিয়ে নিজেই হাসতাম। কী করছি আমি!’

আবেগাপ্লুত হয়ে শ্রেয়া বলেন, ‘অডিশন দেওয়ার সময় সেজেগুজে যেতে হয়। যেন দেখতে সুন্দর লাগে। মানে মেকআপ, চুল সব পারফেক্ট হওয়া চাই। ট্রেনে চেপে আবার কখনো অটোতে করে অডিশন দিতে যেতে হতো। স্টুডিওতে গিয়ে যখন পৌঁছাতাম, তখন আমার অবস্থা খারাপ। ঘেমে–ভিজে একাকার। অনেক সময় ট্যাক্সিতে চেপে অডিশন দিতে গিয়েছি, সেদিন তো টাকা বাঁচাতে লাঞ্চ করতাম না। নিজের স্বপ্নকে ধাওয়া করতে করতে অনেক দিন ক্ষুধার্ত কাটিয়েছি আমি।’

শ্রেয়া বলেছেন, ‘অভিনয়ে আসার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমার নিজের। তাই আমি আমার এই স্বপ্নের বোঝা আমার বাবা-মায়ের ওপর চাপিয়ে দিতে চাইনি।’

এ প্রসঙ্গে শ্রেয়ার ভাষ্য, ‘এটা ঠিক, তারকা–সন্তানদের এই সংগ্রামের মধ্যে যেতে হয় না। মাসের শেষে তাদের বাড়িভাড়াসহ অন্যান্য বিল মেটানোর কথা ভাবতে হয় না। তাদের বাড়ির দোরগোড়ায় ২৪ ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকে। তাদের আশপাশে সব সময় প্রিয়জনেরা থাকেন। আর আমার মতো অন্যান্যের এই লড়াই একাই লড়তে হয়। তার ওপর আমাদের নিজেদের ফিটনেস থেকে সাজগোজ, সবকিছু বজায় রাখতে হয়। তাই তাদের আর আমাদের তুলনা কোনোভাবেই টানা যায় না।’

শ্রেয়া ধন্বন্তরি সম্প্রতি নিজের ভয়, হতাশা ও বলিউডে দীর্ঘদিন ধরে চলা সংগ্রামের কথা প্রকাশ করেছেন। তিনি ভাবছেন, কিছু ভালো ছবি বা শো করার পরও হয়তো তিনি অচেনা হয়ে হারিয়ে যেতে পারেন। সুযোগের অভাবে হতাশ, তিনি হারিয়ে যেতে পারেন। কত দিন তিনি এভাবে চালিয়ে যেতে পারবেন, তা নিজেও জানেন না।

‘টেক আ পজ উইথ বরুণ ডুগ্গিরালা’য় শ্রেয়া বলেন, ‘আমি সত্যিই ভয় পাচ্ছি, এক বড় ব্যর্থতা দেখাব। আমি হয়তো কিছু ভালো সিনেমা বা শো করব, আর হঠাৎ নিখোঁজ হয়ে যাব। আমার বাবা সব সময় আমাকে বলতেন, “এসব কেন করছ? একটু পড়াশোনা করো, এমবিএ করো, ভালো চাকরি পাবে। তোমার জীবন নষ্ট হচ্ছে।”

আমি বলতাম, বাবা, আমি কিছু করছি, এগোচ্ছি। কিন্তু গত বছর যখন তিনি আবার বললেন, আমি প্রথমবারের মতো ভেবেছিলাম, হয়তো।’

‘মিস ইন্ডিয়া’ হয়ে খ্যাতির শীর্ষে, ২৬ বছর বয়সে সেই নায়িকার করুণ মৃত্যু

শ্রেয়া ধন্বন্তরি আরও বললেন, সুযোগের অভাব ও ভালো চরিত্রের ঘাটতি বড় সমস্যা। ‘চরিত্র দেওয়া হয় কেবল ট্যালেন্টের ওপর নয়। আপনার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বা পরিচিতি অনেক সময় বড় ভূমিকা পালন করে,’ বলেন শ্রেয়া।

এদিকে তাপসী পান্নু ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এটা আমি অনেক অভিনেতার কাছ থেকেও শুনেছি। ট্যালেন্ট—সর্বশেষে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। শ্রেয়া, তুমি এটি খুব সুন্দরভাবে প্রকাশ করেছ। বাস্তবতা যত কঠিন, আমরা ভাবি তার চেয়ে বেশি।’

অর্জুন কাপুর, ভূমি পেড়নেকর, গুনীত মঙ্গা ও অন্য তারকারা শ্রেয়াকে সমর্থন জানিয়েছেন।

জে.এস/

শ্রেয়া ধন্বন্তরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250