সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসেই অনুষ্ঠিত হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। গত বছরের মতো এবারও মুখোমুখি হবেন বাইডেন ও ট্রাম্প। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ‘উত্তেজনার পারদ’ও যেন বাড়ছে।

এই উত্তেজনার মাঝেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মানসিক অসুস্থতা’ নিয়ে রসিকতা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প মানসিকভাবে অযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। 

আরো পড়ুন: মিসরকে ৮ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা ইইউ’র

সোমবার (১৮ই মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম।

সেখানে  বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রিডিরন ক্লাব ডিনারে বক্তৃতার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে রসিকতা করেছেন। সেখানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একজন প্রার্থী অনেক বয়স্ক এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য। অন্য একজন আমি।’

৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘তাকে বলবেন না, তিনি মনে করেন যে তিনি বারাক ওবামার বিরুদ্ধে লড়ছেন, তিনি এটাই বলেছিলেন।’

ট্রাম্পের প্রচারণা দল অবশ্য বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাড়া দেয়নি। যদিও ৭৭ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার মানসিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এছাড়া বাইডেনের স্মৃতি অস্পষ্ট এবং তিনি বিভ্রান্ত বলে যে সমালোচনা রয়েছে ডেমোক্র্যাটিক এই নেতা সেসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: আল জাজিরা

এইচআ/  

প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প-বাইডেন রসিকতা

খবরটি শেয়ার করুন