সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

২০২৫ এশিয়া কাপ

চাইলেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করতে পারবে না ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বৈরিতায় ১২ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই তাদের। এটাও একরকম বন্ধ হতে বসেছিল এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটকন নিহতের ঘটনায়।

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০২৫ এশিয়া কাপের সূচি ঘোষণায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটু দেরি হয়েছে। গত শনিবার (২৬শে জুলাই) এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। এবারও ভারত-পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। সূচি প্রকাশের পর বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল তো বটেই, এমনকি পাকিস্তানকেই এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন শ্রীশান্ত। ভারতের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের মতে, দ্বিপক্ষীয় সিরিজ যেহেতু হয় না, তাহলে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার দরকার নেই।

ভারত এবারের টুর্নামেন্টের আয়োজক হলেও এশিয়া কাপ থেকে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা সম্ভব না বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে।

বার্তা সংস্থা আইএএনএসকে সূত্রের বরাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই এই টুর্নামেন্ট বা এই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করতে পারবে না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করা সম্ভব না। এসিসির সভায় সবার সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাগজে-কলমে ভারত আয়োজক দেশ। এই পর্যায়ে এসে তাই কিছুই পরিবর্তন করা সম্ভব না। যা সিদ্ধান্ত নেওয়ার, তা কর্মকর্তারা নিয়ে ফেলেছেন। সূচি অনুযায়ী ম্যাচ হবে।’

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পেছনে শ্রীশান্ত দেশপ্রেমকেই সবার ওপরে স্থান দিয়েছেন। তার মতে, সবকিছু ভুলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আয়োজন করা সম্ভব না। শ্রীশান্ত-আজহারউদ্দিনের থেকে সৌরভ গাঙ্গুলীর কথার ধরন অবশ্য ভিন্ন। 

বার্তা সংস্থা এএনআইকে সৌরভ বলেন, ‘আমি ঠিকই বলছি। খেলাধুলা অবশ্যই চলা উচিত। পেহেলগামের ঘটনা কখনোই ঘটা উচিত না। সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করা উচিত। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। তবে এগুলো অতীত। খেলাধুলা অবশ্যই হওয়া উচিত।’

২০২৫ এশিয়া কাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন