আগামীকাল ৯ই এপ্রিল মঙ্গলবার শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা দেবে মরক্কোর আকাশে। সেই হিসেবে তার পরের দিন ১০ই এপ্রিল (বুধবার) ঈদুল ফিতর উদযাপন করবে উত্তর আফ্রিকার এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশটির বাসিন্দারা।
সোমবার (৮ই এপ্রিল) এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মরক্কোর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আনরও পড়ুন: ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
বিবৃতিতে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের অধীন ধর্ম বিষয়ক কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন যে আগামীকাল ৯ই এপ্রিল (মঙ্গলবার) রমজানের শেষ দিন পালন করবেন দেশবাসী। পরের দিন ১০ই এপ্রিল উদযাপন করবেন ঈদুল ফিতর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা জনগণকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে ধর্মীয় কমিটিকে।
সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ
এসকে/ আই.কে.জে
খবরটি শেয়ার করুন