শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

নতুন লুকে শাকিব, দর্শক বলছেন ‘চিনতেই পারিনি’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাকিব খানের সিনেমা মানে যেন চমক। নিজের প্রতিটি সিনেমাতেই ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে মুগ্ধ করেন দর্শকদের। সেই ধারাবাহিকতায় আবারও নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক।  সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন শাকিব খান।

একই সঙ্গে সেটি শেয়ার করেন নিজের ফেসবুক পেজেও। ছবিতে দেখা গেছে, কালো ঢিলেঢালা পোশাক, শার্ট-প্যান্টে ধরা দিয়েছেন শাকিব। এলোমেলো চুল, ক্লিন শেভড মুখে মোটা গোঁফ, চোখে কালো সানগ্লাস আর পায়ে সাদা স্লিপার স্যান্ডেল। 

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’ নায়কের এমন লুকে তাকে দর্শকেরাও প্রথমে চিনতে পারেননি। মুহূর্তেই প্রতিক্রিয়ায় ভরে যায় মন্তব্যের ঘর। 

একজন লেখেন, ‘মেগাস্টার শাকিব খান, আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে!’ আরেকজন লেখেন, ‘কী লুক, প্রথম দেখায় চিনতেই পারিনি।’ ধারণা করা হচ্ছে, শাকিবের নতুন এই লুক তার আসন্ন সিনেমা ‘সোলজার’ থেকে নেওয়া। এটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। 

রোমান্টিক-ড্রামা, অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। এ ছাড়া আরো রয়েছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন, রাকিন আবসা প্রমুখ। আসছে ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

জে.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250