শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

মহাকাশ অভিযানে যাচ্ছে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী ও ইঁদুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

৩০শে অক্টোবর চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে শেনঝো-২১ মহাকাশ অভিযানের নভোচারী ঝাং হংঝাং (বাঁয়ে), কমান্ডার ঝাং লু (মাঝে) এবং উ ফেই (ডানে) এক সংবাদ সম্মেলনে অংশ নেন। ছবি : এএফপি

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পরবর্তী মানববাহী ফ্লাইটের ক্রুদের মধ্যে থাকছে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচারী এবং চারটি ইঁদুর। চীন মানব মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো জানান, শেনঝৌ-২১ মিশন স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। এএফপি। 

তিনজন নভোচারীর দল দ্বারা পরিচালিত হয় তিয়ানগং মহাকাশ স্টেশন। প্রতি ছয় মাসে নভোচারীদের পরিবর্তন করা হয়। চীনের মহাকাশ কর্মসূচিতে আমেরিকা ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

এই অভিযানের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মহাকাশ পাইলট ঝাং লু। তিনি দুই বছর আগে শেনঝৌ-১৫ মিশনে অংশ নিয়েছিলেন। তিনি প্রথমবারের মতো মহাকাশে যাত্রা করতে যাওয়া পেলোড বিশেষজ্ঞ ঝাং হংঝাং এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেইকে নেতৃত্ব দেবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২ বছর বয়সী উ ফেই হচ্ছেন চীনের ইতিহাসে মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী সর্বকনিষ্ঠ নভোচারী।

সিএমএসএ মুখপাত্র ঝাং বলেন, এই অভিযানে আরো থাকছে চারটি ইঁদুর। এর মধ্যে দুটি পুরুষ এবং দুটি নারী ইঁদুর রয়েছে। তাদের নিয়ে চীনের প্রথম মহাকাশে কক্ষপথে পরীক্ষামূলক গবেষণা চালানো হবে।

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন মহাকাশ কর্মসূচির মাধ্যমে মানুষকে কক্ষপথে পাঠিয়েছে। ইতোমধ্যে মঙ্গল ও চাঁদে রোবট রোভার অবতরণ করেছে। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অধীনে চীন তার ‘মহাকাশ স্বপ্ন’ বাস্তবায়নে পরিকল্পনা জোরদার করেছে।

বেইজিং জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি মানববাহী অভিযান পাঠানোর লক্ষ্য নিয়েছে। তারা চাঁদের পৃষ্ঠে একটি ঘাঁটি নির্মাণ করতে চায়।

সিএমএসএ বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) জানায়, তারা এই লক্ষ্যে ‘দৃঢ়ভাবে’ অগ্রসর হচ্ছে এবং প্রস্তুতির অংশ হিসেবে ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালাচ্ছে। এর  মধ্যে রয়েছে লান্যু লুনার ল্যান্ডার এবং মেংঝৌ মানববাহী মহাকাশযানের পরীক্ষা।

জে.এস/

চীন মহাকাশ অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250