বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

মুহাম্মদ ইউনূস ও কিয়ার স্টারমার। ফাইল ছবি

ব্রিটেনের সহায়তায় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ উদ্ধারে সমর্থন চাইতে লন্ডন সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তবে সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ থেকে যে পরিমাণ অর্থ দুর্নীতির মাধ্যমে পাচার হয়েছে, তার একটি উল্লেখযোগ্য অংশ ব্রিটেনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অর্থ উদ্ধারে ব্রিটিশ সরকারের নৈতিক ও আইনি দায়বদ্ধতা রয়েছে।

স্টারমারের সঙ্গে যোগাযোগ হয়েছে কী না—এমন প্রশ্নে ইউনূস বলেন, ‘আমার সরাসরি তার সঙ্গে কোনো কথা হয়নি। তবে আমার বিশ্বাস, তিনি আমাদের প্রচেষ্টাকে সমর্থন করবেন।' তবে ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গেছে, এমন কোনো সাক্ষাৎসূচি নেই।

ইউনূস বলেন, ‘এটি শুধু বাংলাদেশের নয়, ব্রিটেনের জন্যও একটি নৈতিক ও আইনি ইস্যু। আমরা আরও আন্তরিক সহায়তা চাই।’

২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার বিদায় নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন ইউনূস। নতুন সরকার তার নেতৃত্বে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে।

এদিকে শেখ হাসিনার ভাতিজি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও তিনি তা অস্বীকার করেছেন, তবুও চলতি বছরের জানুয়ারিতে তিনি ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

টিউলিপ সিদ্দিক সম্প্রতি ইউনূসকে একটি চিঠি দিয়ে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তবে ইউনূস বলেন, তিনি তার সঙ্গে দেখা করবেন না। ‘এটি একটি আইনি বিষয়, ব্যক্তিগত কিছু নয়’, বলেন ইউনূস।

ইউনূসের অভিযোগ, শেখ হাসিনা তার ক্ষমতা আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের লাভবান করার জন্য ব্যবহার করেছেন। ‘এটি ছিল একটি ব্যাপক লুটপাট’, বলেন তিনি।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন