শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

কে দেখভাল করছেন ব্রুস উইলিসের ২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

হলিউডের অ্যাকশন তারকা ব্রুস উইলিস বর্তমানে ডিমেনশিয়ায় ভুগছেন। ২০২২ সালে এফেজিয়া রোগ ধরা পড়ার পর থেকেই তার স্বাস্থ্য ক্রমাগত অবনতি হতে থাকে। সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে, ৭০ বছর বয়সী এই তারকা এখন হাঁটতে কিংবা স্পষ্ট করে কথা বলতে পারেন না। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে, এমনকি নিজের চলচ্চিত্রজীবনের অনেক কিছুই আর মনে করতে পারেন না।

দ্য এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রুস উইলিস এখন অনেকটাই বাক্‌শক্তিহীন। চলাফেরায়ও রয়েছে সীমাবদ্ধতা।’ যদিও পরিবারের পক্ষ থেকে তার চলাফেরার বিষয়ে সরাসরি কিছু জানানো হয়নি, তবে এপ্রিল ২০২৫ সালে একটি প্রকাশ্য বিবৃতিতে জানানো হয়েছিল, তার অবস্থা স্থিতিশীল।

হলিউডে ‘ডাই হার্ড’ সিরিজ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা ব্রুস উইলিস দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন, যেমন ‘দ্য সিক্সথ সেন্স’, ‘আর্মাগেডন’, ‘আনব্রেকেবল’ ইত্যাদি।

‘ডাই হার্ড’ ফ্র্যাঞ্চাইজিতেই তার আয় ছাড়িয়ে গেছে ১০০ মিলিয়ন ডলার। ২০০০ সালের ‘আনব্রেকেবল’ ছবির জন্য তিনি পেয়েছিলেন ২০ মিলিয়ন ডলারের পারিশ্রমিক। বিজ্ঞাপন, বিনিয়োগ ও অন্যান্য আয় মিলিয়ে ২০১৯ সালের মধ্যে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় আনুমানিক ২৫০ মিলিয়ন আমেরিকান ডলার।

ফাইন্যান্স মান্থলির তথ্য অনুযায়ী, ব্রুস উইলিসের ২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি মূলত ভাগ হবে তার পাঁচ কন্যার মধ্যে। তার বর্তমান স্ত্রী, মডেল ও স্কিনকেয়ার উদ্যোক্তা এমা হেমিং উইলিস আইনি ও আর্থিক দায়িত্ব পালন করছেন পেশাদার পরামর্শকদের সহায়তায়।

প্রথম স্ত্রী অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে তার তিন মেয়ে—রুমার, স্কাউট ও তালুলাহ। বর্তমানে স্ত্রী এমা হেমিং উইলিসের সঙ্গে রয়েছে আরও দুই মেয়ে, ম্যাবেল ও এভলিন।

ব্রুস উইলিসকে বলা হয় হলিউডের সবচেয়ে প্রভাবশালী অ্যাকশন তারকাদের একজন। ‘ডাই হার্ড’-এর সেই জন ম্যাকলেইন চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু আজ ব্রুস উইলিসের জীবন চলছে স্মৃতি আর পরিবারের আশ্রয়ে—সিনেমার আলোর বাইরে। তবে পরিবারের সান্নিধ্যে ভালোবাসায় বেঁচে আছেন তিনি।

জে.এস/

হলিউড হলিউড অভিনেতা ব্রুস উইলিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250