সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

কমলাপুর রেলওয়ে স্টেশনে নামছেন ঢাকায় ফেরা যাত্রীরা। ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষ হলেও এখনো কাটেনি ঈদের আমেজ। ঈদ আনন্দের রেশ এখনো রয়ে গেছে মানুষের মনে। এ আনন্দ সঙ্গী করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়না নিয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। ব্যাগভর্তি জিনিসপত্র আর মুখে ঈদ আনন্দের হাসি নিয়েই ফিরছেন সবাই।

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেন ও বাসগুলো এখন যাত্রীতে ঠাসা। অনেকের এখনো ছুটি থাকলেও ভিড় এড়াতে আগেই চলে আসছেন। ফলে এখন চলছে কর্মস্থলে ফেরার স্রোত।

ঢাকার কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেন ধরে আসা যাত্রীদের চোখেমুখে ক্লান্তি থাকলেও ঈদের আনন্দ যেন সেই ক্লান্তিকে ছাপিয়ে গেছে। ব্যাগে মায়ের হাতের রান্না, আত্মীয়ের দেওয়া নানা খাবার—সবই যেন এক টুকরো ভালোবাসা নিয়ে এসেছে শহরে।

চট্টগ্রাম থেকে আসা বেসরকারি চাকরিজীবী মাহবুবুল হক বলেন, সারা বছর অপেক্ষা করি এ কয়দিনের জন্য। পরিবার-পরিজনের সঙ্গে কাটানো সময়টা খুব আনন্দময় ছিল। এখন আবার বাস্তবতায় ফেরা।

আজ বুধবার (১১ই জুন) সকাল ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনের সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। 

এতে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল; আটকা পড়েছিল চারটি ট্রেন। এতে কমলাপুরে রাজশাহীগামী ট্রেন আসছে বিলম্বে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এইচ.এস/

ঢাকায় ফেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন