কমলাপুর রেলওয়ে স্টেশনে নামছেন ঢাকায় ফেরা যাত্রীরা। ছবি: সংগৃহীত
ঈদের ছুটি শেষ হলেও এখনো কাটেনি ঈদের আমেজ। ঈদ আনন্দের রেশ এখনো রয়ে গেছে মানুষের মনে। এ আনন্দ সঙ্গী করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়না নিয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। ব্যাগভর্তি জিনিসপত্র আর মুখে ঈদ আনন্দের হাসি নিয়েই ফিরছেন সবাই।
রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেন ও বাসগুলো এখন যাত্রীতে ঠাসা। অনেকের এখনো ছুটি থাকলেও ভিড় এড়াতে আগেই চলে আসছেন। ফলে এখন চলছে কর্মস্থলে ফেরার স্রোত।
ঢাকার কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেন ধরে আসা যাত্রীদের চোখেমুখে ক্লান্তি থাকলেও ঈদের আনন্দ যেন সেই ক্লান্তিকে ছাপিয়ে গেছে। ব্যাগে মায়ের হাতের রান্না, আত্মীয়ের দেওয়া নানা খাবার—সবই যেন এক টুকরো ভালোবাসা নিয়ে এসেছে শহরে।
চট্টগ্রাম থেকে আসা বেসরকারি চাকরিজীবী মাহবুবুল হক বলেন, সারা বছর অপেক্ষা করি এ কয়দিনের জন্য। পরিবার-পরিজনের সঙ্গে কাটানো সময়টা খুব আনন্দময় ছিল। এখন আবার বাস্তবতায় ফেরা।
আজ বুধবার (১১ই জুন) সকাল ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনের সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
এতে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল; আটকা পড়েছিল চারটি ট্রেন। এতে কমলাপুরে রাজশাহীগামী ট্রেন আসছে বিলম্বে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন