রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের মরদেহ রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থান থেকে তোলা হবে। তাদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (২রা আগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রায়েরবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবরও দিতে পারবেন। এত দিন তারা কবর থেকে মরদেহ তুলতে চায়নি, তাই দেরি হয়েছে। এখন তারা রাজি হয়েছে, আমরাও পদক্ষেপ নিচ্ছি।’

জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘এক বছরের বেশি সময় হয়েছে, অনেক স্বজন তাদের পরিবারের সদস্যদের শনাক্ত করতে পারেনি। সরকারের পক্ষ থেকে লাশ উত্তোলনের উদ্যোগ নিলেও তাদের পরিবার রাজি ছিল না।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিছুদিন আগে তিনি এবং উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জে গিয়েছিলেন, সেখানে নিহতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা এখন লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন। তাই এখন একটি করে লাশ শনাক্তের কাজ করা হবে। নিহতদের পরিবার চাইলে মরদেহ নিয়ে যেতে পারবেন। খুব শিগগিরই এই কাজ শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়েরবাজার কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ রয়েছে, যা এখনো শনাক্ত হয়নি। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে, ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’ গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।’

এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250