ছবি: সংগৃহীত
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য র্যাব সদস্যরা প্রস্তুতি গ্রহণ শুরু করছেন। বিভিন্ন পদমর্যাদার ৯ হাজার র্যাব সদস্যকে দেওয়া হবে প্রশিক্ষণ। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় প্রথম পর্বে প্রশিক্ষণ চলবে। এরপর ধারাবাহিকভাবে সারাদেশের র্যাব সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়ে আসা হবে।
গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) দিনব্যাপী র্যাবের অধিনায়ক সম্মেলন থেকেও নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের সদস্যদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য র্যাব সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৮ই থেকে ১০ই অক্টোবর পর্যন্ত ঢাকায় প্রশিক্ষণ চলবে। এরপর প্রশিক্ষকরা দেশের বিভিন্ন ব্যাটালিয়নের অন্যদের প্রশিক্ষণ দেবেন।
সূত্র জানায়, অধিনায়ক সম্মেলনে র্যাবের ১৫টি ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন। সারাদেশের সবকটি ব্যাটালিয়ন অনলাইনে যুক্ত হয়। সকাল ১০টার দিকে বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন মহাপরিচালক। তিনি মাঠ পর্যায়ের সদস্যদের সামনের দিনগুলোতে বেশ কিছু চ্যালেঞ্জ ও দায়িত্বের কথা তুলে ধরেন। মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনে নিষ্ঠা, সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন