রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ

চার দশকে ৭৫০ সিনেমায় অভিনয় তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাওয়ের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

কোটা শ্রীনিবাস রাও। ছবি: সংগৃহীত

দুই দিন আগেই নিজের জন্মদিন পালন করেছিলেন অভিনেতা। ১০ই জুলাই ছিল তার ৮৩তম জন্মদিন। আর আজ ১৩ই জুলাই, রোববার সকালে এলো তার প্রয়াণের খবর। চলে গেলেন তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। রোববার হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনয় ক্যারিয়ারের চার দশকের বেশি সময়ে ৭৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। খবর ফিল্মফেয়ারের।

১৯৪২ সালের ১০ই জুলাই অন্ধ্রপ্রদেশের কাঙ্কিপাদুতে জন্ম শ্রীনিবাসের। বাবা সীতারামা অঞ্জনেয়ুলু ছিলেন পেশায় চিকিৎসক। সে কারণে ছোটবেলা থেকে তারও স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু বড় হয়ে অভিনয়ই হয়ে ওঠে ধ্যানজ্ঞান। মঞ্চনাটক দিয়ে অভিনয়ে হাতেখড়ি।

১৯৭৮ সালে তেলেগু সিনেমা ‘প্রণাম খারিদু’ দিয়ে বড়পর্দায় অভিষেক। খলনায়কের চরিত্রে তিনি বেশি জনপ্রিয়তা পান। তবে কমেডি ও ইমোশনাল চরিত্রেও সমান জনপ্রিয়তা পান কোটা শ্রীনিবাস।

পরবর্তী সময়ে তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ‘আহা না পেল্লান্ত’, ‘প্রতিগতানা’, ‘কয়েদি নম্বর ৭৮৬’, ‘শিবা’, ‘যমলীলা’, ‘রক্ত চরিত্র’, ‘ইডিয়ট’, ‘গণেশ’, ‘গোবিন্দা গোবিন্দা’ প্রভৃতি তার উল্লেখযোগ্য কাজ। রামগোপাল ভার্মার ‘সরকার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য বেশি পরিচিত কোটা শ্রীনিবাস রাও।

২০১৫ সালে ভারতীয় সিনেমায় অবদানের জন্য ভূষিত হন পদ্মশ্রী সম্মাননায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছেন। ভারতীয় জনতা পার্টির সদস্য শ্রীনিবাস ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অন্ধপ্রদেশের বিধায়ক ছিলেন। তেলেগু চলচ্চিত্রজগত এই কিংবদন্তীর মৃত্যুতে শোকস্তব্ধ।

জে.এস/

কোটা শ্রীনিবাস রাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250