বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার *** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা *** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি

সমালোচনার মুখে জিমি কিমেল লাইভ সম্প্রচারে ফেরাচ্ছে ডিজনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর আবারও চালু হতে যাচ্ছে জনপ্রিয় মার্কিন কমেডিয়ান জিমি কিমেলের লেট নাইট শো জিমি কিমেল লাইভ। আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) ডিজনি মালিকানাধীন টিভি চ্যানেল এবিসিতে দেখা যাবে শোটি। গতকাল সোমবার (২২শে সেপ্টেম্বর) ডিজনি এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গতকাল (২২শে সেপ্টেম্বর) ডিজনির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সময় উপযোগী নয় এবং অসংবেদনশীল কৌতুক করায় জিমি কিমেল লাইভ বন্ধ করা হয়েছিল। তবে, গত কয়েক দিন ধরে এসব নিয়ে কিমেলের সঙ্গে আমাদের বেশ অর্থবহ আলাপ হয়েছে। এবং আগামীকাল মঙ্গলবার (আজ ২৩শে সেপ্টেম্বর) থেকে শো টি আবার অন-এয়ার করার সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে, চার্লি কার্কের হত্যা ইস্যুতে মন্তব্য নিয়ে বিতর্কের জেরে জিমি কিমেল লাইভ বন্ধের ঘোষণা দেয় এবিসি। জিমি কিমেল মন্তব্য করেছিলেন, মাগা (MAGA) আন্দোলন রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং প্রমাণ করার চেষ্টা করছে যে চার্লি কার্কের হত্যাকারী, টাইলার রবিনসন, তাদের কেউ নয়। কিমেল বলেন, ‘মাগা গ্যাং সেই ছেলেটিকে নিজ দলের কেউ নয় বলে চিত্রায়িত করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য যা দরকার তাই করছে। তবে, তাদের আঙুল তোলার মাঝে, শোকও ছিল।’

এই মন্তব্যকে ‘অসভ্য আচরণ’ বলে অভিহিত করেছিলেন ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেনডান কার। ডানপন্থী পডকাস্টার বেনি জনসনের পডকাস্টে গত বুধবার এ কথা বলেন তিনি। ওই পডকাস্টে তিনি বলেন, প্রয়োজনে এফসিসি ডিজনিকে জিমেলকে শাস্তি দেওয়ার জন্য এবিসির সহকারী লাইসেন্স বাতিল করার পথ নিতে পারে।

এ ঘটনায় আমেরিকাজুড়ে বাক্‌স্বাধীনতা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কিমেলের বরখাস্তকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রেসিডেন্টকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে আরও কিছু টিভি নেটওয়ার্কের সম্প্রচার লাইসেন্সও ‘কেড়ে নেওয়া’ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে, গতকাল সোমবার (২২শে সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে কিমেলের পুনর্বহাল প্রসঙ্গে ট্রাম্পকে সাংবাদিকেরা প্রশ্ন করলে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প জিমি কিমেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250