রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

ই-কমার্স ধামাকা শপিংয়ের চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

দেশের এক সময়কার ই-কমার্স কোম্পানি ‘ধামাকা শপিংয়ের’ চেয়ারম্যান ডা. মুজতবা আলীকে (এম.আলী) প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার (৬ই জুলাই) ঢাকার মহানগর হাকিম রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে ভাটারা থানার নন প্রসিকিউশন বিভাগের এসআই মো. মোস্তফা হোসেন বলেন, ভাটারা থানা পুলিশ আসামি মুজতবা আলীকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আবেদনে বলা হয়, ধামাকা শপিং ই-কমার্সের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীরা শনিবার রাত সোয়া ৮টার দিকে কোম্পানিটির চেয়ারম্যান এম আলীকে আটক করে থানায় সোপর্দ করে। অনুসন্ধান ও অপরাধ ডেটার তথ্য সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজার তথ্য পাওয়া যায়।

এছাড়া আরও মামলা থাকার তথ্য দিয়ে আবেদনে বলা হয়, ভুক্তভোগীর আটকের পর সেই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে থানা এলাকায় ‘চরম উত্তেজনা’ বিরাজমান। এমতাবস্থায় তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গত ২৬শে জুন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ধামাকা শপিংয়ের’ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ই জুন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এসব সম্পত্তি জব্দের আদেশ দেন। এছাড়া গ্রাহকদের প্রায় ১১৬ কোটি টাকা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে এ আদেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ৪ বছর আগে ইকমার্সের মাধ্যমে একের পর এক প্রতারণার তথ্য সামনে এলে তখন অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম ধামাকা শপিংয়ের বিরুদ্ধেও কয়েকশ কোটি টাকা প্রতারণার অভিযোগ আনেন গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা। সে সময় প্রতারিত গ্রাহকরা কোম্পানিটির চেয়ারম্যানসহ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেন।

টিএ/


অনলাইন শপিং প্রতারণার মামলা ই-কমার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250