ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে আমেরিকার হাইপ্রোফাইল সব বৈঠকে দেখা যাচ্ছে তার ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে মাস্ক তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। সেদিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের চার বছর বয়েসী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর। আমেরিকার সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২। সে বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে যৌথ প্রশ্নোত্তর পর্বে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।
ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
হা.শা./কেবি