ছবি: সংগৃহীত
দেশের শীর্ষ নায়ক শাকিব খান হঠাৎ করেই দেশ ছেড়েছেন। গত শনিবার (১২ই জুলাই) রাতে ঢাকা ছাড়েন তিনি। উড়োজাহাজের ভেতর থেকে তোলা একটি ছবি তিনি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবির ক্যাপশনে লেখেন, 'অ্যাডভেঞ্চার শুরু হোক’।
ছবিতে দেখা যায়, অফ হোয়াইট টি-শার্ট, গলায় ঝুলছে সানগ্লাস, মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে উড়োজাহাজের জানালার পাশে বসে আছেন শাকিব খান। এবারের শাকিব খানের ভ্রমণসঙ্গী হিসেবে দেখা গিয়েছে প্রিয়তমা ও রাজকুমার সিনেমার নির্মাতা হিমেল আশরাফকে।
আমেরিকার গ্রিনকার্ডধারী শাকিব খান। বছরের নির্দিষ্টি একটা সময় সেখানে অবস্থান করেন তিনি। সূত্র বলছে, শাকিব খান একান্ত ব্যক্তিগত সফরে গেছেন। থাকবেন প্রায় দেড় মাস। আগস্টের শেষ দিকে দেশে ফিরবেন তিনি।
জে.এস/
খবরটি শেয়ার করুন