ছবি: সংগৃহীত
স্বামীর মঙ্গল কামনায় উপস রাখলেন (না খেয়ে থাকা) বিবাহিত মহিলারা। সামিল হলেন উদযাপনে। রোববার (২০শে অক্টোবর) ভারতজুড়ে উদযাপিত হলো করওয়া চৌথ।
উপস করতে বাদ যাননি বলিউড তারকারাও। এদিন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেককেই করওয়া চৌথ পালন করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে, ক্যাটরিনাকে তাদের পরিবারের করওয়া চৌথ পালনের বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে। সেখানে কোথাও তাকে শাশুড়ি আশীর্বাদ করছেন। কোথাও তারা গোটা পরিবার অর্থাৎ তিনি, ভিকি কৌশল এবং অভিনেতার বাবা মা এক ফ্রেমে ধরা দিয়েছেন।
বাদ দেননি তার এবং শাশুড়ির মিষ্টি সম্পর্কের নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি, নিজের বেশ কিছু সিঙ্গেল ছবি পোস্ট করতে। এছাড়া একটি ছবিতে দেবর সানি কৌশল এবং তার বোন ইসাবেল কাইফেরও দেখা মিলেছে।
আরও পড়ুন: জাভেদ আখতারকে বিয়ে করতে রাজি বিদ্যা বালান!
ছবিগুলো পোস্ট করে ক্যাটরিনা লেখেন, ‘শুভ করওয়া চৌথ।’ ভক্তরাও তার পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী লেখেন, ‘তুমি সারা জীবনের জন্য জিতে গেছো।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘ভিকি ভাগ্যবান, নাকি আপনি ঠিক বুঝতে পারি না। সুন্দর পরিবার, এমনি থাকুন।’
এছাড়াও স্বামী নিক জোনাসের জন্য ব্রত রাখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এদিন করওয়া চৌথ পালনের একাধিক ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে নিকের হাত থেকে জল খাচ্ছেন তিনি। উপোস ভাঙছেন নিয়ম মেনেই।
এসি/ আই.কে.জে