সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক *** মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ *** রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ *** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে লিডের স্বপ্ন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে আজ দুর্দান্ত এক শতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নেয়ার স্বপ্ন দেখছে টাইগাররা। 

৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে গতকাল রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। অপরাজিত দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস আজ চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতে মোহাম্মদ আলির ওভারে বল মুশফিকের পায়ে লাগলে লেগ বিফোর উইকেটের আবেদন করে পাকিস্তান, আম্পায়ারও আঙুল তুলেছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে যান মুশফিক। তবে মুশফিক বাচলেও এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি লিটন।

আজ চতুর্থ দিনের শুরুতেই মুশফিক-লিটন জুটি শতরান পূরণ করে। এরপর দুজন মিলে সাবলীলভাবেই খেলছিলেন। তবে মুশফিক রিভিউ নিয়ে বাঁচার দুই ওভার পরই আউট হন লিটন। চতুর্থ দিনে স্কোরবোর্ডে আরও ১৬ রান যোগ হওয়ার পর আউট হন লিটন। গতকাল লিটনের সঙ্গে নাসিম শাহর লড়াই জমেছিল বেশ। পাকিস্তানি পেসারের এক ওভারে ১৮ রান নিয়ে নিজের ফিফটি পূরণ করেছিলেন টাইগার এই ব্যাটার। তবে এ লড়াই আজ খুব বেশি চালিয়ে যেতে পারেননি তিনি। 

আরো পড়ুন : সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

নাসিম শাহর করা ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ড হয়ে আউট হন লিটন। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৫৬ রান। লিটন আউট হওয়ার পর ক্রিজে মুশফিকের সঙ্গী হন মিরাজ। দিনের শুরুতে মুশফিক যখন রিভিউ নিয়ে আউট হওয়া থেকে বেঁচে যান তখন তার ব্যক্তিগত রান ছিল ৫৯। অভিজ্ঞ এই ব্যাটার সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন এরপর। মিরাজকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে সাবলীলভাবে রান তুলেছেন। 

একই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতকও পূরণ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই সেঞ্চুরি তুলে নেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এটি তার ১১তম শতক। এদিকে অভিজ্ঞ এই ব্যাটারের শতকে লিডের স্বপ্ন দেখছে টাইগাররা। ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে দুই দল। বাংলাদেশ পিছিয়ে আছে ৫৯ রানে। 

এস/ আই.কে.জে/

মুশফিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250