বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা *** চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** যারা 'ধর্মনিরপেক্ষ বাংলাদেশ' চান, তাদের উদ্দেশ্যে যা বললেন ডেভিড বার্গম্যান *** আমেরিকা থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব *** বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল আমেরিকা *** বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা *** ২৬ কোটি টাকায় ঈদের ৬ সিনেমা *** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

তিন নতুন নিয়মে আইপিএলে মাঠের খেলা বদলে যেতে পারে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। আজ শনিবার (২২শে মার্চ) রাত ৮টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে পরিচিত।

এমনকি বৈশ্বিক নানা স্পোর্টস ইভেন্টের মধ্যে আর্থিক দিক থেকে আইপিএল অন্যতম একটা আসর। যেখানে আছে রোমাঞ্চ, বলিউডি জৌলুস ও বিশ্বের হরেক দেশের শীর্ষ ক্রিকেটারের জমজমাট লড়াই।

এবারের আইপিএলে নতুন করে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এসব নিয়ম খেলার অনেক প্রচলিত দৃশ্য বদলে দিতে পারে। খবর বিবিসি বাংলার।

১. বলে থুতু ব্যবহার করা যাবে

২০২০ সালে করোনাভাইরাস আবির্ভাবের পরে বিশ্বজুড়েই মানুষের জীবনাচরণে দৃশ্যমান অনেক পরিবর্তন এসেছে। একইভাবে ক্রিকেটেও এসেছে নানা ধরনের পরিবর্তন। এর মধ্যে একটা ছিল বলে থুতু ব্যবহার করা যাবে না।

বল সুইং করতে সাহায্য করে বলে থুতুর ব্যবহার। বলের এক পাশে থুতু ব্যবহার করলে সেটা উজ্জ্বল হয় এবং বল রিভার্স সুইং করে।

২০২০ সালের বলে থুতু ব্যবহারের এ নিষেধাজ্ঞা সাময়িক ছিল। তবে ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এটাকে 'চিরস্থায়ী নিষেধাজ্ঞা' বলে ঘোষণা দেয়। এবারের আইপিএলে বলে থুতু ব্যবহারের রীতি ফিরে আসছে।

২. দ্বিতীয় ইনিংসে দশ ওভারের পর নতুন বল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনেক মাঠেই শিশির একটা বড় প্রভাবক। যে কারণে সমান শক্তির দুই দল মুখোমুখি হলে কে আগে ব্যাট করবে, কে পরে- সেখানে খেলার ফলাফল অনেকে নিশ্চিত হয়ে যান।

যেমন- শিশির বেশি থাকলে পরে ব্যাট করা দল সুবিধা পাবে। কারণ, বোলারদের বল গ্রিপ করতে যেমন সমস্যা হয়, একইভাবে ফিল্ডারদের জন্য বল ধরাও কঠিন হয়ে যায়।

তাই এবারের আইপিএলে এসেছে নতুন নিয়ম। যেখানে দ্বিতীয় ইনিংসে বল করা দল দশ ওভারের পর একবার বল বদল করার আবেদন করতে পারবে আম্পায়ারের কাছে। আম্পায়ার পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় বলের জন্য অনুমোদন দেবেন।

এ সুবিধা নেওয়া যাবে শুধু রাতের ম্যাচগুলোয়। বিকেলের ম্যাচে শিশিরের সমস্যা না থাকার কারণে এ নতুন নিয়ম কার্যকর হবে না।

৩. ওয়াইড নির্ণয় করতে হক-আই ক্যামেরার ব্যবহার

টি-টোয়েন্টি ক্রিকেট বা সীমিত ওভারের খেলায় এক রান অনেক বড় ব্যাপার। অনেক ম্যাচের ফলাফল এক রান বা এক বলের ব্যবধানে বদলে যায়। তাই প্রতিটি ওয়াইড বল এবারে নিশ্চিত করা হবে হক-আই ক্যামেরা ব্যবহার করে।

হক-আই একটা থ্রিডি প্রযুক্তি, যা বলের গতিবিধি নির্ণয় ও অনুমান করতে পারে। হক-আই প্রযুক্তিতে ছয়টির বেশি ক্যামেরা ব্যবহার করা হয়। এটা বলের গতিপথের একটা ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে। এবারের আইপিএলে এমন সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে হক-আই ব্যবহার করা হবে।

এইচ.এস/


আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন