রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দেশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন’ *** সৌদি তরুণী জারার ‘হালাল র‍্যাপ’ সংগীত নেট দুনিয়ায় জনপ্রিয় *** নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি *** ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং *** সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে *** সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি *** বিএনপি ‘সিরিয়াসলি’ সংস্কারে সহযোগিতা করছে: সালাহউদ্দিন আহমেদ *** জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বিএনপি *** হান্টিংটনের মাঠে মেসির আজকের ম্যাচে দর্শকের রেকর্ড *** আমেরিকার সঙ্গে বৈঠকের পর ইরান বলল, ‘ভালো বোঝাপড়া’ হয়েছে

গানে গানে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ইমরান মাহমুদুল, জাহিদ নিরব, কনা ও আতিয়া আনিসা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এ হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। 

‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।

‘আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়...’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের। 

আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত। এ সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার।’

তিনি বলেন, ‘প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এ গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’

জাহিদ নিরবের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে প্রতিবাদী এ গান। সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কপিরাইট রাখেননি তিনি। তিনি বলেন, ‘কপিরাইট মুক্ত রেখেছি, যাতে যে কেউ এটি শেয়ার করতে পারেন, আপলোড করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন। আমার একটাই চাওয়া, প্রতিবাদের এ ভাষা থেমে না যাক।’

এইচ.এস/

সংহতি প্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন