ছবি: সংগৃহীত
পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফায় তলবেও হাজির না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রোববার (২৩শে জুন) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আদৌও দুদকে হাজির হবেন কিংবা আবারও সময়ের আবেদন করবেন, নাকি তার পক্ষে তার আইনজীবী হাজির হয়ে লিখিত বক্তব্য দেবেন, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্রের তথ্যানুসারে বেনজীর আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফেরেননি। অন্যদিকে বেনজীরের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরো পড়ুন: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বেনজীর আহমেদকে ২৩শে জুন এবং তার স্ত্রী ও দুই কন্যাকে ২৪শে জুন জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। যদিও প্রথম দফায় তলবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করে।
অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে ৬ই জুন ও স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে ৯ই জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই। যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ৩১শে মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’এবং ৩রা এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
এইচআ/