রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকসুতে নবনির্বাচিতদের মোবারকবাদ জানালেন ডাকসুর ভিপি সাদিক কায়েম *** নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে *** বাতাসের কারণে দুই পাশে মারতে পারেননি লিটনরা *** বিমান ছিনতাই করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী, কিন্তু কেন *** ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয় *** সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস *** ভারত আমাদের প্রতিবেশী, সবকিছু মিলিয়ে ইলিশ দিতে বাধ্য হচ্ছি: উপদেষ্টা ফরিদা আখতার *** জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম *** উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ *** সপ্তাহে দুই দিনের বেশি হাসপাতালে যেতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন আঁখি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলেও চলচ্চিত্র অভিনেতা আলমগীরের নামে রয়েছে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট। আছে ফ্যান গ্রুপও। আলমগীরের ছবি ও নাম ব্যবহার করে তৈরি এসব আইডি ও গ্রুপ নিয়ে সতর্ক করলেন তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর।

নায়ক আলমগীর ফ্যানস ক্লাব নামের একটি ফেসবুক পেজে আছে প্রায় সাড়ে ছয় লাখ অনুসারী। তবে এই পেজের সঙ্গে অভিনেতা আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে জানালেন আঁখি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’

বিষয়টি নিয়ে  আঁখি আলমগীর বলেন, চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। এ ধরনের ভুয়া আইডি ও পেজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আঁখি আলমগীর বলেন, ‘আমার বাবাকে নিয়ে যদি ফ্যান ক্লাবের মতো কিছু বানায়, তাহলে কিন্তু শুধু উনাকে নিয়েই সীমাবদ্ধ থাকা উচিত। এসব পেজে দেখা যায়, তারা সবার ছবি দিচ্ছে, অনেক তথ্য শেয়ার করছে। কিছু ভুল, কিছু সঠিক। এটা আমাদের পরিবারের জন্য ভীষণ আপত্তিকর বিষয়। মেয়ে হিসেবে বিষয়টি পরিষ্কার করা আমার দায়িত্ব। কারণ, উনাদের মাপের মানুষেরা এটা নিয়ে কথা বলবেন না। আমার বাবার ফ্যান পেজে আপত্তিকর কিছু আসবে, বা অন্য কেউ আপত্তি জানাবে—এটা তো আমাদের জন্য সম্মানের কিছু না।’

আঁখি আলমগীর আরও বলেন, ‘এসব আইডি ও পেজ থেকে অনেক কিছু পোস্ট হয়, মাঝে মাঝে আমাকেও ট্যাগ করা হয়। হয়তো তারা ভাবে, তারা অন্যায় কিছু করছে না, বা ন্যায়-অন্যায় বোধটা তাদের মধ্যে কাজ করছে না। আমার মতে, কিছু কিছু লেজেন্ডকে এসব থেকে মুক্ত রাখা উচিত। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি অনেক বছর কাজ করেছেন। তাদের আর প্রচার-প্রসারের প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।’

জে.এস/

সোশ্যাল মিডিয়া অভিনেতা আলমগীর সংগীতশিল্পী আঁখি আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন