ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশ সরকার ড. ইউনূসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করবে, আমেরিকা এটাই আশা করে। কারণ, এই মামলায় আপিল প্রক্রিয়া চলমান থাকবে।
সোমবার (৫ই ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ‘ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ ভ্রমণে যেতে আদালতের অনুমতি নিতে হবে’ হাইকোর্টের এই আদেশের প্রেক্ষিতে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন: ঘুমধুম সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা
মুহাম্মদ ইউনূসের বিচারিক হয়রানির বিষয়ে ১২৫ জন নোবেলজয়ীসহ ২৪৩ জন বিশ্ব নেতাদের একটি জোটের উদ্বেগ প্রকাশ, সিনেটর ডিক ডারবিনের নেতৃত্বে ১২ মার্কিন সিনেটর আহ্বান। এসব স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে?
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমেরিকা অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছে যে, ড. ইউনূসের বিরুদ্ধে এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে।
গত ৭ই জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো হয়নি বলে উদ্বেগ রয়েছে। ভিসা নীতি নিয়ে প্যাটেল বলেন, ভিসা নীতি নিয়ে আপডেট কিছু নেই। তবে ভিসা নীতির কোনো পরিবর্তন ঘটেনি।
এইচআ/এসি