শনিবার, ২২শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আম্বানিপুত্রের বিয়েতে তারকাদের মেলা, কত খরচ হলো?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম আম্বানি পরিবারের বিয়ে বলে কথা! সেই অনুষ্ঠানে হাজির থাকবে গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব, তা বলাই বাহুল্য। গতকাল শুক্রবার (১২ই জুলাই) তেমনটাই দেখা গেল বিয়ের অনুষ্ঠানে।

বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেটদলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন তাদের বিয়েতে।

প্রায় ৫ হাজার কোটি রুপির এই বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকাতে বরাবরের মতো ছিল চমক। 

বিয়ের লাল গালিচায় শুক্রবার সন্ধ্যা থেকেই পা ফেলেছে হলিউড-বলিউডের সব রথী-মহারথীরা। বিভিন্ন সাজ, পোশাক-আশাকে বিয়েতে আসা অতিথিদের চমকে দেন তারা। 

বিকেল গড়ানোর সঙ্গেই ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে নিয়েছেন নীতা আম্বানি। পুরো পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়নে ব্যস্ত মুকেশ-নীতা। এক ফ্রেমে বন্দি হলেন পুরো আম্বানি পরিবার।

এরপর একে একে আসতে থাকে তারকা অতিথিরা। স্ত্রী গৌরী খানকে নিয়ে এলেন শাহরুখ খান। পেস্তা রঙের শেরওয়ানিতে বাদশাহী লুকে দেখা গেছে কিং খানকে।

আম্বানিদের রেড কার্পেটে বোনকে নিয়ে উপস্থিত হন বলিউড ভাইজান সালমান খান।

স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে বার্বি সাজে বিয়েতে আসলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভেন্যুতে প্রবেশের আগে স্ত্রীর চুল ঠিক করে দিলেন নিক জোনাস।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও অনন্ত-রাধিকার বিয়ে হাতছাড়া করতে চাননি।

বলিউড স্ট্রাওকিডরাও এসেছেন আম্বানি-রাধিকার এই রাজকীয় বিয়েতে; রেড কার্পেটে শাহরুখকন্যা সুহানা খান এবং ছেলে আরিয়ান।

সাইফ আলী খান ও কারিনা কাপুরকে দেখা না গেলেও সাইফপুত্র ইব্রাহিম ও কন্যা সারা আলি খানকে দেখা গেছে এই বিয়েতে।

অনন্ত-রাধিকার বিয়েতে নাচতে সুদূর মার্কিন থেকে উড়ে এসেছেন হলিউড অভিনেতা ও বিশ্বসেরা কুস্তিগির জন সিনা। ভারতের ঐতিহ্যবাহী পাগড়ি পরে সিং-পাঞ্জাব লুকে ধরা দিয়েছেন এই তারকা। এসময় আমেরিকান তারকা কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ানকেউ দেখা গেছে। 

এ ছাড়া এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিশানের মতো খেলোয়াড়রা। 

আম্বানি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর আজ ১৩ই জুলাই হবে বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান ও ১৪ই জুলাই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসেপশনের। এরপর ১৫ই জুলাই অতিথিরা মুম্বাই ছাড়তে পারেন।

ওআ/কেবি



অনন্ত-রাধিকা আম্বানিপুত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন