মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা শুল্ক কমানোর অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে: ট্রাম্প *** সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ *** দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ *** রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ *** স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের *** ভারতের রাষ্ট্রপতির সম্মতি, ওয়াক্‌ফ বিল আইনে পরিণত *** ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ক্রিকেটাররা *** পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার *** প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী *** ‘ইন্ডিয়ান আইডল’ কলকাতার মানসী ঘোষ

লন্ডন মাতাতে দেশ ছাড়লেন জায়েদ খান, সঙ্গে আছেন জেমস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

লন্ডন মাতাতে যাচ্ছেন জায়েদ খান। তার সঙ্গে থাকবেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।কয়েক দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন আলোচিত নায়ক জায়েদ খান। ১৬ দিনের সফরে অংশ নিয়েছিলেন তিনটি অনুষ্ঠানে। সবগুলো অনুষ্ঠানই উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দুটি অনুষ্ঠানে তো তার সিগনেচার আইটেম ‘ডিগবাজি’ দিতে হয়েছে দর্শকদের অনুরোধে।

সবকটি আয়োজনে তার সঙ্গী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী প্রতীক হাসান। এরই মধ্যে দেশে ফিরেছেন জায়েদ খান।

বুধবার (২২ মে) সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কিংবদন্তি এই শিল্পী। দুই দিনব্যাপী আয়োজনের উপস্থাপনা করবেন জায়েদ খান। আর দু’দিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস।

আরো পড়ুন: অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠান বিশাল প্রমোদতরীতে হবে

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।’

জায়েদ খান বলেন, ‘অনেক আগেই লন্ডনে শোয়ের প্রস্তুতি নিয়েছি। অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয়। পারফরম করার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করব। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমার উপস্থাপনায়। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব। সব মিলিয়ে ব্যস্ততা বেশ উপভোগ করছি।’

নগর বাউলখ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এছাড়া ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার।

এসি/

জেমস জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন