সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

২রা এপ্রিল থেকে মিলবে বিআরটিসির অগ্রিম টিকিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় ভোগান্তি কমাতে অন্যান্য পরিবহনগুলোর মতো বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২রা এপ্রিল (মঙ্গলবার) থেকে দেশের বিভিন্ন বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা অগ্রিম টিকিট কিনতে পারবেন। 

রোববার (৩১শে মার্চ) বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ই এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল’ সার্ভিসের আয়োজন করেছে। এ উপলক্ষে আগামী ২রা এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: ঈদকে ঘিরে ফ্লাইট বাড়ালো বিমান

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

এসকে/ 


অগ্রিম টিকিট বিআরটিসি

খবরটি শেয়ার করুন