সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী *** ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা *** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা *** ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, তারেকের নিরাপত্তা নিয়ে আলোচনা *** টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন *** ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের বেশি থাকব না: সুশীলা কার্কি *** নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর *** জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, সমন্বয়ক ও সংখ্যালঘু

ভারত না এলেও ঢাকাতেই ঠিক হবে এশিয়া কাপের সূচি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

এ মাসে ঢাকায় ঠিক হওয়ার কথা এশিয়া কাপের ভেন্যু ও সূচি। ফাইল ছবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা আগামী ২৪শে জুলাই ঢাকায় হতে যাচ্ছে। এ সভা সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

আজ শনিবার (১২ই জুলাই) বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’

এই সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি উপস্থিত থাকবেন কী না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিসিবি পরিচালক মিঠু বলেন, ‘ভারত অংশ নেবে কী না, এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’

এসিসির সভা নিয়ে গতকাল শুক্রবার (১১ই জুলাই) বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রায় একই কথা বলেছেন গণমাধ্যমকে, ‘এসিসির মিটিং ঢাকায় হবে। এসিসির বর্তমান চেয়ারম্যান তো পাকিস্তানের (পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি)। আমাদের যদি এবারের এশিয়া কাপের আয়োজকও হতে বলে ...যাহোক, আলোচনা হবে। এর আগে এসিসি, আইসিসির মতো সংস্থার এ ধরনের সভা বাংলাদেশে সেভাবে হয়নি।’

এসিসির এই সভার সময়ে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজও চলবে। পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ই জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দল ফিরবে ১৭ই জুলাই। জানা গেছে, এই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।

২০২৬ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশ হবে। তবে ভারত টুর্নামেন্টে অংশ নেবে কী না, তা নিয়েও আছে ধোঁয়াশা। কাশ্মীরে পাকিস্তানি হামলা ইস্যুতে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক চরমে। ভারতের প্রতিনিধির ঢাকায় এসে এই সভায় অংশ নেওয়া শেষ পর্যন্ত হবে কী না, সেটাই এখন দেখার বিষয়।

জে.এস/

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন