শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’

ভারত না এলেও ঢাকাতেই ঠিক হবে এশিয়া কাপের সূচি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

এ মাসে ঢাকায় ঠিক হওয়ার কথা এশিয়া কাপের ভেন্যু ও সূচি। ফাইল ছবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা আগামী ২৪শে জুলাই ঢাকায় হতে যাচ্ছে। এ সভা সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

আজ শনিবার (১২ই জুলাই) বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’

এই সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি উপস্থিত থাকবেন কী না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিসিবি পরিচালক মিঠু বলেন, ‘ভারত অংশ নেবে কী না, এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’

এসিসির সভা নিয়ে গতকাল শুক্রবার (১১ই জুলাই) বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রায় একই কথা বলেছেন গণমাধ্যমকে, ‘এসিসির মিটিং ঢাকায় হবে। এসিসির বর্তমান চেয়ারম্যান তো পাকিস্তানের (পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি)। আমাদের যদি এবারের এশিয়া কাপের আয়োজকও হতে বলে ...যাহোক, আলোচনা হবে। এর আগে এসিসি, আইসিসির মতো সংস্থার এ ধরনের সভা বাংলাদেশে সেভাবে হয়নি।’

এসিসির এই সভার সময়ে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজও চলবে। পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ই জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দল ফিরবে ১৭ই জুলাই। জানা গেছে, এই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।

২০২৬ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশ হবে। তবে ভারত টুর্নামেন্টে অংশ নেবে কী না, তা নিয়েও আছে ধোঁয়াশা। কাশ্মীরে পাকিস্তানি হামলা ইস্যুতে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক চরমে। ভারতের প্রতিনিধির ঢাকায় এসে এই সভায় অংশ নেওয়া শেষ পর্যন্ত হবে কী না, সেটাই এখন দেখার বিষয়।

জে.এস/

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250