ছবি: সংগৃহীত
প্রায় পাঁচ দশক ধরে এফডিসির আঙিনা, ইট-কাঠ, আলো-অন্ধকারের সঙ্গে ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম। শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। তার হাতে প্রাণ পেয়েছে অসংখ্য সিনেমার দৃশ্য, উজ্জ্বল হয়েছে বহু তারকার সোনালি মুহূর্ত। কিন্তু সময়ের নিয়মে তিনি বিদায়ের পথে। এফডিসির কোলাহল ছেড়ে ফিরে যাচ্ছেন চাঁদপুরের ভবানীপুর গ্রামে।
খোরশেদ আলমকে নিজ বাড়িতে ফেরত পাঠানোর উদ্যোগ নেন চলচ্চিত্র সাংবাদিকরা। সেই উদ্যোগের অংশ হিসেবে গতকাল বুধবার (২৪শে সেপ্টেম্বর) বিকেলে এফডিসিতে তাকে বিদায় সংবর্ধনার আযোজন করা হয়।
সংবর্ধনার ও বিদায় অনুষ্ঠানে খোরশেদ আলম বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, ভুলত্রুটি ক্ষমা করবেন। আমার জন্য যারা এ আয়োজন করছেন, শরীরের সব রক্ত দিয়েও এ ঋণ শোধ হবে না। এফডিসি আগের মতো ভালো দিনে ফিরে যাক, সে কামনা করি।’
খোরশেদ আলমের সঙ্গে কাজের স্মৃতি স্মরণ করেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, ''এখনো খোরশেদ (আলম) আমাকে বলে, ‘আপনি কাজ করেন না কেন, কাজ করেন’, আসলে ওর সঙ্গে অনেক স্মৃতি। আমার অনেক ছবিতে ও কাজ করেছে। ও পরিবারের কাছে ফিরছে, এটা আনন্দের। সুস্থভাবে পরিবারের সঙ্গে ওর শেষ সময় কাটুক, সে কামনা করি।”
অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম, ইয়ামিন হক ববি, অভিনেতা কমল পাটেকর, সনি রহমান ও মুন্না খান। এসেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান।
জীবনের দীর্ঘ ৪৭ বছর এফডিসিকে উৎসর্গ করার পর বর্তমানে এই চলচ্চিত্রকর্মী তিনি শারীরিকভাবে অসুস্থ। এই সময় এসে তার পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও শিল্পীরা। এই মানবিক উদ্যোগে এরই মধ্যে যুক্ত হয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খানসহ আরও অনেকে।
জে.এস/
খবরটি শেয়ার করুন