বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে

তিন দশক পর সুযোগ পেয়ে বিস্মিত জুলি বোয়েন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী জুলি বোয়েন। ‘হ্যাপি গিলমোর’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। ১৯৯৬ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবার এ ছবির দ্বিতীয় কিস্তি আসছে। প্রথম সিনেমায় অভিনয়ের প্রায় তিন দশক পর সিকুয়ালেও দেখা যাবে এ হলিউড তারকাকে। 

বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, জুলি বোয়েন সম্প্রতি প্রকাশ করেছেন যে, ‘হ্যাপি গিলমোর ২’ ছবিতে ফেরার জন্য নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে তিনি বিস্মিত হয়েছিলেন।

‘ইনসাইড অব ইউ’ পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী জানান, সিকুয়েলে অ্যাডাম স্যান্ডলারের প্রেমিকার চরিত্রে তার বদলে কোনো তরুণী অভিনেত্রীকে নেওয়া হবে বলে তিনি ধরে নিয়েছিলেন। জুলি বোয়েন বলেন, ‘‘আমি ভাবিনি যে তারা আমাকে আবার ফিরিয়ে আনবেন। আমি বলতে চেয়েছি, এখানে আমি কেন? ‘হ্যাপি গিলমোর ২’ সিনেমায় তো একজন কম বয়সী মহিলার থাকা উচিত।’’

উল্লেখ্য, বোয়েন ‘হ্যাপি গিলমোর’ ছবিতে ভার্জিনিয়া ভেনিট চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ছিলেন পেশাদার গল্ফ ট্যুরের জনসংযোগ পরিচালক। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে এ তারকা বলেন, ‘‘প্রথম ছবিতেও আমি নিজেই নিশ্চিত ছিলাম না যে, নির্মাতারা আমাকে চূড়ান্ত করবেন। তারা সম্ভবত এ চরিত্রের জন্য কোনো ‘হট গার্ল’ খুঁজছিলেন।’’

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন