ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী জুলি বোয়েন। ‘হ্যাপি গিলমোর’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। ১৯৯৬ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবার এ ছবির দ্বিতীয় কিস্তি আসছে। প্রথম সিনেমায় অভিনয়ের প্রায় তিন দশক পর সিকুয়ালেও দেখা যাবে এ হলিউড তারকাকে।
বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, জুলি বোয়েন সম্প্রতি প্রকাশ করেছেন যে, ‘হ্যাপি গিলমোর ২’ ছবিতে ফেরার জন্য নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে তিনি বিস্মিত হয়েছিলেন।
‘ইনসাইড অব ইউ’ পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী জানান, সিকুয়েলে অ্যাডাম স্যান্ডলারের প্রেমিকার চরিত্রে তার বদলে কোনো তরুণী অভিনেত্রীকে নেওয়া হবে বলে তিনি ধরে নিয়েছিলেন। জুলি বোয়েন বলেন, ‘‘আমি ভাবিনি যে তারা আমাকে আবার ফিরিয়ে আনবেন। আমি বলতে চেয়েছি, এখানে আমি কেন? ‘হ্যাপি গিলমোর ২’ সিনেমায় তো একজন কম বয়সী মহিলার থাকা উচিত।’’
উল্লেখ্য, বোয়েন ‘হ্যাপি গিলমোর’ ছবিতে ভার্জিনিয়া ভেনিট চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ছিলেন পেশাদার গল্ফ ট্যুরের জনসংযোগ পরিচালক। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে এ তারকা বলেন, ‘‘প্রথম ছবিতেও আমি নিজেই নিশ্চিত ছিলাম না যে, নির্মাতারা আমাকে চূড়ান্ত করবেন। তারা সম্ভবত এ চরিত্রের জন্য কোনো ‘হট গার্ল’ খুঁজছিলেন।’’
খবরটি শেয়ার করুন