শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমনিকে বলবেন আসিফ

মাহমুদউল্লাহর প্রশংসায় বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি বিপিএলে শুরু থেকেই ছন্দে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশের বড় ভরসা হয়ে ছিলেন। সেখান থেকেই নিজের ফর্ম ওপরে টেনে এনেছিলেন। বিপিএলেও চলছে মাহমুদউল্লাহর ব্যাটিং প্রদর্শনী। শনিবার (১০ই ফেব্রুয়ারি) দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত ঢাকার বিপক্ষে করেছেন ৪৭ বলে ৭৩ রান। এদিন অবশ্য আরেক ক্রিকেটার সৌম্য সরকারও করেছেন ৭৫ রান। আর এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে বড় জয়ই পেয়েছে তামিম ইকবালের দল।

তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের বিদেশি ক্রিকেটার ওবেদ ম্যাককয় প্রশংসায় ভাসিয়েছেন রিয়াদ-সৌম্যকে। দুজনের ব্যাটিংকেই বিশ্লেষণ করেছেন এই বোলার, ‘আমার মনে হয় তখন উইকেট অত বেশি বাউন্সি ছিল না। তারা (রিয়াদ-সৌম্য) স্মার্ট ক্রিকেট খেলেছে। তারা লেন্থ বলের জন্য অপেক্ষা করেছে। পায়ের ব্যবহার করেছে ভালোভাবে। বোলারদের চাপে রেখেছে। এর ফলে তারাই এগিয়ে যেতে পেরেছে বোলারদের চেয়ে। দারুণ ক্রিকেটীয় সব শট খেলেছে তারা।’

বিপিএলে নিজের প্রথম ম্যাচ নিয়ে ম্যাককয় বলেন, ‘দারুণ ছিল। প্রথম বল থেকেই মজা করেছি আমি। আমি কোনো চাপ অনুভব করিনি। ইতিবাচক চিন্তা করেছি। একেক ব্যাটারের একেক ধরন থাকে খেলার। আমি বোলার হিসেবে ভিন্ন ধরনের স্কিল রপ্ত করেছি। আমার মনে হয় উইকেটের মূল্যায়ন করে নিজের বৈচিত্র্য আর গতি কাজে বল করাটাই ভালো।’

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন ছিল অবধারিত। নানা সমালোচনায় জর্জরিত মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছে সব বিদেশিকেই। ম্যাককয় বাদ গেলেন না।

আরো পড়ুন : শ্বাসরুদ্ধকর নাটকীয়তার ম্যাচে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নের জবাবে বলেন, 'বোলার হিসেবে উইকেট বাউন্সি ছিল বলব। আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি। আমরা ভেবেছিলাম হয়ত স্পিন সহায়ক উইকেট থাকবে। যখন প্রথম বলটা করলাম তখন দেখলাম অনেক বাউন্স করল। খুবই অবাক হয়েছি। অস্ট্রেলিয়ার উইকেটের চেয়েও বেশি বাউন্স ছিল।’

গতকাল মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবি পরিচালক আকরাম খানও। ব্যাট হাতে ছন্দে থাকা মাহমুদউল্লাহর প্রতি উচ্ছ্বাস জানিয়েই বলেছেন,  তার নতুন করে কিছু প্রমাণ করার নেই, ‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলে আসছে, তারা অটোমেটিক চয়েজ।’

তবে, মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ-অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম, ‘এখন এটা নির্ভর করছে সিলেক্টর, কোচ ক্যাপ্টেন— ওদের ওপর। ওরা কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার– এটা ওদের ব্যাপার। কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’

এস/ আই. কে. জে/

মাহমুদউল্লাহ রিয়াদ বিদেশি ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250